ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২০২৬ বিশ্বকাপে ১০৪ ম্যাচ!

২০২৬ বিশ্বকাপে ১০৪ ম্যাচ!

১৯৯৮ সাল থেকে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে ম্যাচ হয় মোট ৬৪টি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ প্রথমবারের মতো হবে ৪৮ দল নিয়ে। সেখানে প্রাথমিকভাবে ৮০ ম্যাচ রাখার পরিকল্পনা করেছিল ফিফা। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, সেই সংখ্যা বেড়ে হচ্ছে ১০৪। অর্থাৎ ২০২৬ ফুটবল বিশ্বকাপের বিস্তৃতি আরও বাড়াতে যাচ্ছে ফিফা। আগামী আসরে মোট ম্যাচ হতে পারে ১০৪টি। রুয়ান্ডার রাজধানী কিগালিতে গতকাল ফিফার সভায় নতুন পরিকল্পনার ঘোষণা আসতে পারে। প্রাথমিকভাবে ৪৮ দলকে ১৬টি গ্রুপে ভাগ করার পরিকল্পনা ছিল ফিফার। সেক্ষেত্রে প্রতি গ্রুপে দল থাকবে তিনটি। সূত্রের বরাত দিয়ে স্কাই স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, এখন গ্রুপ হবে ১২টি, বর্তমান ফরম্যাটের মতো প্রতি গ্রুপে দল থাকবে চারটি। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে শেষ বত্রিশে, সঙ্গে গ্রুপে তৃতীয় হওয়াদের মধ্যে সেরা আটটি দলও জায়গা পাবে এই ধাপে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত