কাবাডিতেও বাংলাদেশের দিন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ক্রীড়াঙ্গনে গতকাল দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের; মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছেন সাকিব-লিটনরা। আর শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে ম্যারাডোনা-মেসিদের আর্জেন্টিনাকে ছয়টি লোনা (ছয়বার অলআউট)সহ ৭২-২৩ পয়েন্টে হারিয়েছেন তুহিন-মিজানরা। টানা দ্বিতীয় জয়ে কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালের পথ চওড়া করেছে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের হাতছানিতে থাকা বাংলাদেশ। প্রথম থেকে আর্জেন্টিনার ওপর চড়াও হয়ে খেলতে থাকেন সাজুরাম গয়াত শিষ্যরা। প্রথম রেইডে বোনাস পয়েন্ট এনে দেন অধিনায়ক তুহিন তরফদার, এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। মাত্র পাঁচ মিনিটের মধ্যে প্রথম ও ২০ মিনিটের মধ্যে পায় চারটি লোনা। দ্রুতই ১৩-০ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ, পরের রেইডে প্রথম পয়েন্ট পায় আর্জেন্টাইনরা, চতুর্থ লোনার সময় আর্জেন্টিনার শেষ খেলোয়াড় থমাস পেডারোজো স¤্রাট মিয়াকে ছুয়ে প্রথম পয়েন্ট পায়। প্রথমার্ধে ৪৪-৮ পয়েন্টে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখে খেলতে থাকে। শেষ পর্যন্ত ৭২-২৩ পয়েন্টের বড় জয় নিয়ে কোর্ট ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।