ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হৃদয়ের ঝড় ও আজিমের সেঞ্চুরি

হৃদয়ের ঝড় ও আজিমের সেঞ্চুরি

চিরাগ জানির লেগ স্টাম্পের ওপর করা ডেলিভারি অন সাইডে খেলেই দ্রুত এক রান নিলেন আজিম নাজির কাজি। চেষ্টা করলেন দ্বিতীয় রানের। তাতে সফল না হলেও পৌঁছে গেলেন তিন অঙ্কে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই আসরের প্রথম শতরান করলেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ভারতীয় ব্যাটসম্যান। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৯ চার ও ৪ ছয়ে ১০২ রানের ইনিংস খেলেছেন আজিম। বৃষ্টির বাগড়ায় ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে তার সেঞ্চুরির সৌজন্যে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান করেছে অগ্রণী ব্যাংক। ডাক-ওয়ার্থ লুইস স্টার্ন মেথডে রূপগঞ্জের লক্ষ্য ৪৪ ওভারে ২৪২ রান।

মহারাষ্ট্রের লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫ ম্যাচে দুটি সেঞ্চুরি করা আজিম প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমেই পেলেন তিন অঙ্কের দেখা। এই সেঞ্চুরির সৌজন্যে পঞ্চাশ ওভারের স্বীকৃত ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ২৯ বছর বয়সি ব্যাটসম্যান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারায় অগ্রণী ব্যাংক। দশম ওভারে মাশরাফি বিন মুর্তজা পরপর দুই বলে দুই উইকেট নিলে ব্যাটিংয়ে নামেন আজিম। ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেন তিনি। ১০২ বল খেলে ইনিংসের ৪৩তম ওভারে সেঞ্চুরি পূরণ করেন ২৯ বছর বয়সি ব্যাটসম্যান। সেঞ্চুরির পরপর তাকে ফেরান আল আমিন।

জয় দিয়ে ডিপিএল শুরু করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবও, সৈকত আলীর ৬৩ ও তৌহিদ হৃদয়ের অপরাজিত ঝোড়ো ফিফটিতে ঢাকা লেপার্ডকে ডাকওয়ার্থ লুইস মেথডে হারিয়েছে ৮ উইকেটে। মিরপুর শেরেবাংলায় টস জিতে ঢাকা লেপার্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শেখ জামাল। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। তার পরও পুরো ওভার খেলতে পারেনি ঢাকা লেপার্ড। তারা ৩৯.৩ ওভারে অল আউট হয়েছে ১৬৯ রানে। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন ওপেনার পিনাক ঘোষ। রান তাড়ায় নেমে ৪৯ রানের ওপেনিং জুটি পায় শেখ জামাল। তবে ডাকওয়ার্থ লুইস মেথডের সৌজন্যে ৪২ ওভারে টার্গেট দাঁড়ায় ১৭২ রান। সৈকত-তৌহিদের দারুণ ব্যাটিংয়ে এই লক্ষ্যে পৌঁছতে ৩১.৩ ওভারের বেশি লাগেনি শেখ জামালের। ৯২ রানে ২ উইকেট পতনের পর ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফজলে মাহমুদ (৭৯ বলে ৪১*) আর তৌহিদ হৃদয়। বিপিএল তারকা তৌহিদ হৃদয় খেলেন ৩০ বলে ৭ চার ২ ছক্কায় ৫৪ রানের ঝড়ো ইনিংস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত