নেপালকে হারিয়ে সেমির স্বপ্ন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

পোল্যান্ডকে হারিয়ে শুভ সূচনার পর ম্যারাডোনা-মেসিদের আর্জেন্টিনাকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচে নেপালকে হারাতে পারলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। গতকাল পিছিয়ে থেকেও পোল্যান্ডকে ৩৮-৩১ পয়েন্টে হারিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতে এক পা দিয়ে রেখেছে ইরাক।

নেপালের বিপক্ষে নিঃসন্দেহে ফেভারিট টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। কারণ ‘এ’ গ্রুপে দুই ম্যাচ জিতে হ্যাটট্রিক শিরোপা মিশনে কক্ষপথে রয়েছেন তুহিন তরফদাররা। প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে ও দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা। অন্যদিকে নেপাল দুই ম্যাচের ১টিতে জয় ও ১টিতে হেরেছে। দক্ষিণ এশিয়ার দেশ নেপালকে হারিয়ে জয়ের ধারায় থাকার প্রত্যয় বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদারের কণ্ঠে, ‘আগের দুই ম্যাচের মতো একই ছন্দে খেলতে চাই আমরা। পোল্যান্ড ও আর্জেন্টিনার বিপক্ষে যে নৈপুণ্য দেখিয়ে জিতেছি, সেভাবেই খেলব।’ দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াতের কথা, ‘ছেলেরা হ্যাটট্রিক শিরোপা জেতার প্রত্যয় নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। তাদের খেলাতেও স্পষ্ট। আশাকরি, দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তারা।’ আগামীকালের ম্যাচ জিতলে টানা তিন জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে স্বাগতিকরা।

গতকাল অন্য ম্যাচে নেপাল ৩৯-২৪ পয়েন্টে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে। ‘বি’ গ্রুপে টানা দ্বিতীয় জয় পেয়েছে থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। আসিয়ান দেশ থাইল্যান্ড ৪৭-৪২ পয়েন্টে হারায় আফ্রিকার প্রতিনিধি কেনিয়াকে ও চাইনিজ তাইপের জয় আসিয়ান দেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে, ব্যবধান ৩৮-২২ পয়েন্ট। গত দুই আসরের রানার্সআপ কেনিয়া টানা দ্বিতীয় ম্যাচ হারায় সেমিফাইনাল খেলার পথ প্রায় রুদ্ধ হয়ে গেল।