ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারী ফুটবল দলে আরেক প্রবাসী

নারী ফুটবল দলে আরেক প্রবাসী

বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলে প্রবাসী ফুটবলার ২০১৩ সাল থেকে। ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী খেলছেন নিয়মিত। এছাড়া কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান ও ফ্রান্স প্রবাসী নায়েব তাহমিদ ইসলাম একটি করে ম্যাচ খেলেই ‘হারিয়ে’ গেছেন। জাতীয় নারী ফুটবল দলের শক্তিমত্তা বাড়াতে সচেষ্ট ফুটবল ফেডারেশন । ইতোমধ্যে দলে নেয়া হয়েছে জাপান প্রবাসী মাতসুশিমা সুমাইয়াকে। এবার বাফুফের নজর সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর উপর। এপ্রিলের শুরুতে মিয়ানামারে অলিম্পিক বাছাই ফুটবলে অংশ নেবেন সাবিনা-সানজিদারা। গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে স্বাগতিক মিয়ানমার, মালদ্বীপ ও ইরান। নারী দলের শক্তি বাড়াতে আনিকাকে দলভুক্ত করতে যাচ্ছে বাফুফে। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আনিকার খেলার ভিডিও দেখেছি। মনে হয়েছে টেকনিক্যালি ভালো ফুটবলার। যেহেতুসুইডেনের বড় ক্লাবে খেলছে, সে কারণে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত