ম্যান সিটির সামনে বায়ার্ন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

নিয়নে হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউয়েফা ইউরোপা লিগের ড্র। দুই জায়গায় দর্শকদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর সব লড়াই। শেষ ষোলোর পর শেষ আটেও ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেমি-ফাইনালে যেতে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের সামনে বাধা চেলসি। রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন রিয়াল খেলবে ২০২০-২১ মৌসুমে দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট জেতার চেলসির বিপক্ষে। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ পেয়েছে আরেকটি কঠিন প্রতিপক্ষ। শেষ ষোলোয় ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে বিদায় করা দলটি এবার খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। অন্য দুই কোয়ার্টার-ফাইনালে লড়বে ইন্টার মিলান-বেনফিকা এবং এসি মিলান-নাপোলি। এ চার দলের মধ্যে সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান সবশেষ এ শিরোপার স্বাদ পেয়েছে ২০০৭ সালে। তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার সবশেষ জিতেছিল ২০১০ সালে। আগামী ১১ ও ১২ এপ্রিল হবে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের খেলা। ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮ ও ১৯ এপ্রিলে।

দর্শকদের সবচেয়ে বেশি প্রতীক্ষা হয়তো থাকবে বায়ার্ন মিউনিখণ্ডম্যানচেস্টার সিটি ম্যাচটার জন্যই। সেই সঙ্গে সাবেক দলের সঙ্গে দেখায় পেপ গার্দিওলা কীভাবে পরিকল্পনা সাজাবেন সেটাও হবে দেখার বিষয়। একইসঙ্গে চেলসির বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের ম্যাচ নিয়েও থাকবে আগ্রহ। ড্রটা সবচেয়ে আশাব্যবাঞ্জক হয়ে এসেছে ইতালির জন্য। ইতালির তিন ক্লাব এসি মিলান, ইন্টার মিলান ও নাপোলির যে কোনো এক দলের সামনে থাকছে ফাইনাল খেলার সুযোগ।তাদের আশা ভেস্তে দিয়ে ২০০৪ সালে পোর্তোর পর প্রথম পর্তুগিজ দল হিসেবে ফাইনাল খেলতে পারে বেনফিকা। নাপোলি এবারই প্রথম খেলছে কোয়ার্টার-ফাইনালে। বেনফিকা জিতেছিল ১৯৬২ সালে, সেসময় অবশ্য এটির নাম ছিল ইউরোপিয়ান কাপ।শেষ ষোলোতেও জার্মান প্রতিপক্ষ পেয়েছিল সিটি। বুন্সেসলিগার দল লাইপজিগকে দুই লেগ মিলিয়ে ৮-১ ব্যবধানে হারায় পেপ গার্দিওলার দল। আর ইউরোপাতে টানা তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাটেড পেয়েছে স্প্যানিশ প্রতিপক্ষ। সর্বোচ্চ ৬ বার ইউরোপা লিগ জয়ী সেভিয়াকে সামনে পেয়ে সবচেয়ে বন্ধুর পথ পাড়ি দিতে হবে এরিক টেন হাগের দলকে। আর্সেনালকে তাক লাগিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া স্পোর্টিং লিসবন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জুভেন্টাসকে।

কোয়ার্টার-ফাইনাল লাইনআপ

রিয়াল মাদ্রিদ-চেলসি

ইন্টার মিলান-বেনফিকা

ম্যানচেস্টার সিটি-বায়ার্ন মিউনিখ

এসি মিলান-নাপোলি