বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

জয় দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উৎসব

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনাল খেলা নিশ্চিত করার। তবে কাবাডিতে বড় শক্তি না হলেও টুর্নামেন্টের গত দুইবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরুতে বেশ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ইংলিশরা; একটা পর্যায়ে তো ৭-৭ পয়েন্টে সমতাও পেয়েছিল। কিন্তু ৮-৭ পয়েন্টে পিছিয়ে পড়ার পর দাপুটে বাংলাদেশের সঙ্গে পেরে উঠল না কোনোভাবেই। শেষ পর্যন্ত চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে ইউরোপের দেশ ব্রিটিশদের উড়িয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনাল নিশ্চিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেন তুহিন-মিজানরা। প্রথমার্ধে জয়ী দল এগিয়ে ছিল ২৯-১০ ব্যবধানে। আজ ইরাককে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। ফেভারিট হয়েই মাঠে নেমেছিলেন কোচ সাজুরাম গয়াতের শিষ্যরা। তুহিন তরফদার প্রথম রেইডেই এক পয়েন্ট এনে দেন। একের পর এক পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। কিন্তু ষষ্ঠ মিনিটে ঘটে যায় দুঃখজনক ঘটনা। ইংল্যান্ডের রেইডার সোমেশ্বরকে ধরতে গিয়ে কপালে আঘাত পান বাংলাদেশের দুই ক্যাচার রাসেল হাসান ও রোমান হোসাইন। স্ট্রেচারে করে ম্যাট ছাড়তে হয় রোমানকে, হাসপাতালে গিয়ে দু’জনের কপালে গিয়ে সেলাই দিতে হয়েছে। স্বাগতিক দলের অন্যতম দুই সেরা ক্যাচার আহত হয়ে ম্যাটের বাইরে চলে গেলেও এতটুকু ছেদ পড়েনি তুহিনদের খেলায়। এই দুই ক্যাচারের অভাব অনুভব করতে দেননি অন্যরা। আধিপত্য ধরে রেখে শেষ পর্যন্ত ৫৫-২৭ পয়েন্টে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে চলে যায় স্বাগিতকরা। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন বাাংলাদেশের মিজানুর রহমান। ইংল্যান্ডের বিপক্ষে এই জয়কে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে উৎসর্গ করে অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘প্রত্যেকটা ম্যাচে প্রতিপক্ষ লড়াই করেছে। আমরাও ভালো খেলে সেমিফাইনাল নিশ্চিত করেছি। আমরা আশা করছি, এভাবেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে সেমিফাইনালেও জিতব।’ দ্বিতীয়বার ম্যাচসেরা হয়ে মিজানুর রহমান জানান, ইনশাল্লাহ ভালো খেলতে পেরেছি। সবচেয়ে বড় কথা আজ বঙ্গবন্ধুর জন্মদিন। আমরা এই জয়টাকে তাঁর প্রতি উৎসর্গ করলাম। একই টুর্নামেন্টে দু’বার ম্যাচসেরা হওয়ার রেসিপি একটাই-শতভাগ ফিট থাকা এবং নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারা। এ বছর সবচেয়ে ভালো ফর্মে আছি। সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই ফাইনালে উঠবো ইনশাল্লাহ।

তবে গেল রাতে চাইনিজ তাইপে ৪০-২৮ পয়েন্টে থাইল্যান্ডকে হারানোয় জমে উঠেছে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার দ্বৈরথ। ইন্দোনেশিয়াকে ৪৭-২১ পয়েন্টে হারিয়ে ভালো ভাবেই শেষ চারের ফাইটে রয়েছে শ্রীলঙ্কাও। ৪ ম্যাচ শেষে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান ৬। কেনিয়ার পয়েন্ট হলেও তারাও রয়েছে প্রতিদ্বন্দ্বিতায়। সুবিধাজনক অবস্থানে রয়েছে চাইনিজ তাইপে ও থাইল্যান্ড। তাইপে আজ শেষ ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে, আগামীকাল থাইল্যান্ডের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, কেনিয়া-শ্রীলঙ্কা খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। মূলত এই তিন ম্যাচের সমীকরণে চুড়ান্ত হবে ‘বি’ গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট।