ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১৪ বছর পর গ্র্যাজুয়েট সাকিব

১৪ বছর পর গ্র্যাজুয়েট সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড জয়ের পরদিনই ফের নতুন খবরে আলোচনায় সাকিব আল হাসান, ক্রিকেটে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়তে গিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন অনিয়মিতভাবে। দেরিতে হলেও সাকিব এখন গ্র্যাজুয়েট। বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন, যোগ দেন সমাবর্তন অনুষ্ঠানেও। এআইইউবি থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ (স্নাতক) সম্পন্ন করেছেন ৩৫ বছর বয়সি সাকিব। ২০০৯-১০ সেশনে বিবিএতে ভর্তি হন সাকিব, ১৪ বছর পর হলেন গ্র্যাজুয়েট। গতকাল এআইইউবি-এর সমাবর্তনে অংশ নিয়ে সাকিব বলেন, ‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করতেন, জিজ্ঞেস করতেন যে, পড়াশোনার কী অবস্থা। আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে, অবশেষে আমার স্বপ্ন একটা পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সব সময় আমার স্বপ্ন ছিল।’ সাকিব আল হাসানের সমাবর্তনে অংশ নেয়ার ছবি, ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। যেখানে সমাবর্তনের বিশেষ পোশাক পরা অবস্থায় দেখা যায় তাকে। গ্র্যাজুয়েট হয়েছেন জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়ও। আইইউবির সমাবর্তনে উপস্থিত হয়ে বিরল ঘটনার জন্ম দিয়েছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ ছিল বিজয়ের আবাহনীর। সমাবর্তন অনুষ্ঠানে আসায় ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ভাগে ছিলেন না বিজয়। পরে অবশ্য আবাহনীর হয়ে ওপেন করেছেন!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত