বৃষ্টির দাপটের দিনে মুমিনুলের ঝড়

প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

সারাদিনই থাকল মেঘের ঘনঘটা। থেমে থেমে কিছুক্ষণ পরপর নামল বৃষ্টি। যার প্রভাব পড়ল ঢাকা প্রিমিয়ার লিগে। গতকাল রোববারের তিন ম্যাচের দুটিতেই হলো না ফল, অন্য ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারাল আবাহনী। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ফল হওয়া ম্যাচে খেলা হয়েছে স্রেফ ৫৪ ওভার। ডাক-ওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ১০ রানের জয় পেয়েছে আবাহনী। আসরে এটি তাদের টানা দ্বিতীয় জয়। শাইনপুকুরের প্রথম হার।

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে পরিত্যক্ত হয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও মোহামেডান ম্যাচ। তার আগে ঝড় তুলেছেন রূপগঞ্জ টাইগার্সের ওপেনার মুমিনুল হক। বৃষ্টির কারণে প্রায় পৌনে ৪ ঘণ্টা পর শুরু হয় খেলা। ম্যাচ নেমে আসে ২১ ওভারের ইনিংসে। রুপগঞ্জ টাইগার্স ৫ উইকেট হারিয়ে ২২২ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। এরপর ফের বৃষ্টি নামলে ব্যাটিংয়ে নামার সুযোগই পায়নি মোহামেডান। ২১ ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংই করেন মুমিনুল। আগের ম্যাচে ৬৫ রান করতে ১০২ বল খেলা ব্যাটসম্যান স্রফ ৪১ বলে করেন ৭৪ রান।