ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ট্রফি জিতে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন

ট্রফি জিতে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন

ধীরে ধীরে পরিধি বাড়ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের, বাড়ছে গুরুত্ব। বাংলাদেশ-চাইনিজ তাইপে ম্যাচ দিয়ে আজ শেষ হতে যাওয়া টুর্নামেন্টের তৃতীয় আসরের দুই ফাইনালিস্টকে দেওয়া হচ্ছে ২০২৪ বিশ্বকাপের টিকেট, যে আসর হওয়ার কথা দুবাইয়ে। সিদ্ধান্তটা আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সবশেষ বৈঠকে নেওয়া। গতকাল আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক সত্যাভিধাম ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে পাশে নিয়ে আনুষ্ঠানিকভাবে জানান এশিয়ান কাবাডি ফেডারেশন সাধারণ সম্পাদক সম্পাদক সারোয়ার রানা। সেমিফাইনালে বাংলাদেশ ৪৫-২৬ পয়েন্টে থাইল্যান্ড ও চাইনিজ তাইপে ৫২-৪৪ পয়েন্টে ইরাককে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে। তবে স্বাগতিকদের চোখ সোনালী ট্রফির দিকে। ট্রফি জিতেই বিশ্বকাপে খেলতে চাইছেন তুহিন তরফদাররা। তাদের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়নশিপের হাতছানিও।

গেল দুই আসরের ট্রফি জিতেছে লাল-সবুজরা। এবারও ট্রফিতে চোখ রাখছেন স্বাগতিকদের অধিনায়ক তুহিন, ‘বঙ্গবন্ধু কাপ কাবাডির আগের দুটো ট্রফি আমরা ঘরে তুলেছি। তৃতীয়টা ঘরে তোলার পথে এগিয়ে গিয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন; যেন আমরা তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হতে পারি এবং ট্রফিটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি।’ টুর্নামেন্টে ৬ ম্যাচের সবগুলো জিতেছে বাংলাদেশ। এর মধ্যে ৩ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রেইডার তুহিন। নিজের পারফরম্যান্সে সন্তুষ্টি ঝরেছে তুহিনের কণ্ঠে, ‘আমাদের দুজন খেলোয়াড় ইনজুরিতে। তাদেরকে নিয়ে আজকের ম্যাচ সাজানো হয়েছে। তারা একটু দুর্বল পারফরম্যান্স করেছে। পরিকল্পনা বাস্তবায়নে তাই একটু সময় লেগেছে ম্যাচে। তাছাড়া থাইল্যান্ড ভালো দল। তাদের বিপক্ষে গুছিয়ে নিতে একটু সময় লেগেছে।’ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। এটা দলের জন্য অনেক বড় অর্জন। তুহিন বলেন, ‘আমরা ফাইনালে ওঠার মধ্য দিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। খুব ভালো লাগছে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। বিশ্বকাপে কাবাডি দল থাকবে না- এটা বেমানান হয়ে যায়। আমরা এটা অর্জন করতে পেরে খুশি। ঢাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েই এখন বিশ্বকাপে খেলতে চাই।’

ফাইনালে যাওয়ার লড়াইয়ে সমানে সমান লড়ছিল দুই দল। এক পর্যায়ে থাইল্যান্ড এগিয়ে ছিল ৭-৪ পয়েন্টে। এরপর ঘুরে দাঁড়ান রুহুল তরফদাররা। প্রথমার্ধ শেষ করেন ১৭-১১ পয়েন্টে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি থাইল্যান্ড। এ অর্ধে তুহিনরা আদায় করে নেন আরো ১৮ পয়েন্ট। অন্যদিকে থাইল্যান্ড তুলতে পারে কেবল ১৫ পয়েন্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত