ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর দেখা চান তুহিনরা

প্রধানমন্ত্রীর দেখা চান তুহিনরা

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে বড় কাবাডি টুর্নামেন্টের শিরোপা জেতার পর এবার ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান জাতীয় কাবাডি দলের অধিনায়ক তুহিন তরফদার। তার কথায়, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী। ওনার বাবার নামে এই টুর্নামেন্ট। এই ট্রফি আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে উৎসর্গ করছি। আমি চাই প্রধানমন্ত্রী আমাদের কাবাডির দিকে একটু সুনজর দেবেন। তাহলে কাবাডি অনেক কিছু পাবে। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা ভালো একটা প্রাইজমানি চাই। ক্রিকেটে সাফল্য পেলে খেলোয়াড়রা ফ্ল্যাট পান, বিভিন্ন ঘোষণা আসে। আমরা চাই প্রধানমন্ত্রী আমাদের দিকে নজর দেবেন এবং উপহার দেবেন।’ ভারতের আদলে বাংলাদেশেও প্রো-কাবাডি লিগ চাইলেন তুহিন, ‘ভারতে প্রো-কাবাডি লিগ হয়। আমাদের বাংলাদেশ কাবাডি ফেডারেশন সেই আদলে একটা টুর্নামেন্ট করতে চাচ্ছে। সিনিয়রদের জায়গাটা পূরণ করতে তরুণ খেলোয়াড়দের প্রয়োজন। প্রো-কাবাডি আয়োজনের মাধ্যমে এবং দেশের বড় বড় ক্লাব আবাহনী, মোহামেডান যখন দল করবে একটা দল করতে ২০ জন খেলোয়াড় অবশ্যই লাগবে। প্রো-কাবাডিতে যদি পাঁচটি দলও আসে, সেক্ষেত্রে ১০০ জন খেলোয়াড়ের খেলার সুযোগ হবে। ওখান থেকে ১২ জন সেরা খেলোয়াড় বেছে নিতে আমাদের সহজ হবে। আমি ক্লাবগুলোর প্রতি আহ্বান জানাবো. ক্রিকেট, ফুটবলের ফ্রাঞ্চাইজিতে দল নিচ্ছেন, প্রো-কাবাডি দলে সেখানেও আমরা এগিয়ে আসবেন। কাবাডিকে চর্চা করেন। বাংলাদেশে কাবাডির ভবিষ্যৎ উজ্জ্বল। আপনারা এগিয়ে এলে এশিয়ান গেমসে অবশ্যই আমরা পদক পুনরুদ্ধার করতে পারব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত