ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডিপিএলে প্রাইম ব্যাংকের জয়

ডিপিএলে প্রাইম ব্যাংকের জয়

লিস্ট ‘এ’ ক্রিকেট ক্যারিয়ার সেরা ১৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দল ব্রাদার্স ইউনিয়নের জয় দেখতে পারেননি তানজীদ হসান তামিম। চিরাগ জানি-পারভেজ ইমনদের ঝড়ে শেষ হাসি হেসেছে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে টস হেরে ব্যাটিং করতে নেমে তামিমের ব্যাটে চড়ে ৫ উইকেট ২৯৯ রান করে ব্রাদার্স। রান তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখে ৩ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে রূপগঞ্জ (৩০২/৭)। রূপগঞ্জের আসল কাজটা করেন ম্যাচসেরা চিরাগ. ভারতীয় এই অলরাউন্ডার ৮৪ বলে ৯৪ রানের ইনিংস খেলে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন। এর আগে এক প্রান্তে আগলে রেখে ১৪২ রানের ইনিংস খেলে দলকে বড় পুঁজি এনে দেন তামিম। মিরপুরে ৭ রানের জন্য সেঞ্চুরি পাননি মোহাম্মদ মিথুন। তবে দিন শেষে তার ঠোঁটে স্বস্তির হাসি, রুবেল হোসেনের আগুণঝরা বোলিংয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭৮ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

তিন ম্যাচে ৩ জয়ে নেট রান রেটে পিছিয়ে প্রাইম ব্যাংক অবস্থান করছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে মাত্র ১ জয়ে শাইনপুকুরের অবস্থান ষষ্ঠ স্থানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত