ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কৃতী শিক্ষার্থীদের বিকেএসপির সম্মাননা

কৃতী শিক্ষার্থীদের বিকেএসপির সম্মাননা

গত ২০ মার্চ বিকেএসপিতে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ২০২২ সালে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়েছে। সাভারের নবম পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভারের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক বিভিন্ন প্রতিযোগিতায় পদক প্রাপ্ত কৃতি প্রশিক্ষণার্থীদের মধ্যে সম্মানসূচক প্রতীক, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করেন। ভলিবল বিভাগের মো. তিতাস আহমেদকে ২০২২ সালের সার্বিক বিচারে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিকেএসপি ব্ল, সম্মাননা সনদ ও বিকেএসপি ব্লেজার প্রদান করা হয়। গত বছরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বা ব্যক্তিগত স্বর্ণপদক অর্জন করার স্বীকৃতি স্বরূপ আর্চারিতে পুষ্পিতা জামান ও ফাহমিদা সুলতানা নিশা, অ্যাথলেটিক্সে সুমাইয়া দেওয়ান, বাস্কেটবলে এমাদাদুল হক পিয়াস, বক্সিং এ মো. শাহরিয়ার শান্ত ক্রিকেটে মারুফা আক্তার, শ্যুটিং ক্রাশিহ্ল মারমা ও জুলেখা খাতুন সাঁতারে মো. ইমন হোসেন, এ্যানি আক্তার, মো. তোফায়েল, মোসা. সুম্মা খাতুন, মো. ইমরান হাসান ও মো. তৌফিক, টেবিল টেনিসে মো. নাফিজ ইকবাল আবুল হাসেম হাসিব, টেনিসে সুবর্না খাতুন, ভলিবলে মো. তিতাস আহমেদ এবং উশু বিভাগে বিপ্লব রুদ্রকে বিকেএসপি কালার প্রতীক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

২০ জনকে জাতীয় প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন বা ব্যক্তিগত স্বর্ণপদক অর্জন করার স্বীকৃতিস্বরূপ বিকেএসপি ইনসিগনিয়া প্রতীক ও সম্মাননা সনদ প্রদান করা হয়। র্আচাররিতে পুষ্পিতা জামান, ফাহমিদা সুলতানা নিশা ও উম্যাচিং মারমা, অ্যাথলেটিক্সে সুমাইয়া দেওয়ান, বাস্কেটবলে এমাদাদুল হক পিয়াস বক্সিং এ মো. শাহরিয়ার শান্ত ক্রিকেটে মারুফা আক্তার, শ্যুটিং ক্রাশিলা মারমা ও জুলেখা খাতুন, সাঁতারে মো. ইমন হোসেন এ্যানি আক্তার মা. তোফায়েল মোসা. সুম্মা খাতুন মো. ইমরান হাসান ও মো. তৌফিক, টেবিল টেনিসে মো. নাফিজ ইকবাল ও আবুল হাসেম হাসিব, টেনিসে সুবর্না খাতুন, ভলিবলে মো. তিতাস আহমেদ এবং উশু বিভাগে বিপ্লব রুদ্র। বিকেএসপিতে বিদ্যমান ২১টি ক্রীড়া বিভাগে শ্রেষ্ঠ খেলোয়াড়ের সম্মাননা সনদ প্রদান করা হয়। এরা হলেন আর্চারিতে র্পুষ্পিতা জামান ও সাগর ইসলাম, অ্যাথলেটিক্সে সুমাইয়া দেওয়ান, বাস্কেটবলের এমাদাদুল হক পিয়াস, বক্সিং এ মো. শাহরিয়ার শান্ত ক্রিকেটে মারুফা আক্তার ও হাসানুজ্জামান তুর্য, ফুটবলে মো. রাজিব হোসেন ও সাহেদা আক্তার রিপা, জিমন্যাস্টিক্স এ বনফুলী চাকমা ও উটিং মারমা, হকিতে মো. আমান শরীফ ও অর্পিতা পাল, জুডোতে আপ্রুসে মারমা, কারাতে এ মো. তাইম হ্ওালাদার, শ্যুটিং এহসানুল মাহবুব জুবায়ের ও সাজিদা হক, সাঁতারে মো. ইমন হোসেন ও এ্যানি আক্তার, টেবিল টেনিসে মো. নাফিজ ইকবাল ও মুসরাত জান্নাত সিগমা, তায়কোয়ানডোতে মো: মেহেদী হাসান, টেনিসে সুবর্না খাতুন ও কাব্য গায়েন, ভলিবলে মো. তিতাসআহমেদ উশুতে বিপ্লব রুদ্র, ভারোত্তোলনে মো. রহিম, ব্যাডমিন্টনে মো. জিমতেহাম হোসাইন, কাবাডিতে আবু রায়হান এবং স্কোয়াশে মো. পারভেজ করিম। উপস্থিত ছিলেন জিওসির সহধর্মিনী বেগম ফাতেমা তুজ জোহরা, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়র সাদাত আবু মো. ফুয়াদসহ বিকেএসপির সকল পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপন্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত