ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মোহামেডানকে আবার হারাল আবাহনী

মোহামেডানকে আবার  হারাল আবাহনী

ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কনের শতরানের উদ্বোধনী জুটির পর পথ হারাল মোহামেডান। মোহাম্মদ সাইফউদ্দিনের তোপে তারা থামল আড়াইশর নিচে। এরপর নাঈম শেখের অপরাজিত বিস্ফোরক সেঞ্চুরি ও আফিফ হোসেনের আক্রমণাত্মক ইনিংসে অনায়াস জয় পেল আবাহনী। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ৬ উইকেটে জিতেছে আবাহনী। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৩৫ রান করে ইমরুলের নেতৃত্বাধীন মোহামেডান। জবাবে ৯৩ বল হাতে রেখে জয় তুলে নেয় মোসাদ্দেক হোসেন সৈকতের দল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিন ম্যাচে আবাহনীর এটি তৃতীয় জয়। নেট রান রেটের হিসাবে তারা আছে আসরের পয়েন্ট তালিকার দুইয়ে। লিগে এখনও জয়ের স্বাদ মেলেনি মোহামেডানের। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার, বাকিটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। তাদের অবস্থান ১২ দলের পয়েন্ট তালিকার দশে।

বিকেএসপির চার নম্বর মাঠে হ্যাটট্রিকের পর আলাউদ্দিনের ফাইফারে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব পেয়েছে রোমাঞ্চকর জয়। আলাউদ্দিন এখানেই থামেননি, আরো ২ উইকেট নিয়ে পূর্ণ করেন ফাইফার। তার তোপে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১১ রানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে রূপগঞ্জ। মার্শাল আইয়ুবের সেঞ্চুরির পর ইলিয়াস সানির ফাইফারে ঢাকা লেপার্ডসকে উড়িয়ে দিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৫৮ রান করে অগ্রণী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত