ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিলেটি রুকসানার বাংলাদেশ জয়

সিলেটি রুকসানার বাংলাদেশ জয়

বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে পেশাদার বক্সারদের নিয়ে দ্বিতীয়বার আয়োজিত বক্সিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের বালাগঞ্জের কন্যা পেশাদার বক্সার রুকসানা বেগম। ২০১৬ সালে কিক বক্সিংয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। জন্ম ইংল্যান্ডে। বাবা মা সিলেটের হলেও সেভাবে বাংলা বলতে পারেন না। শিশু বয়সে এসেছিলেন বাংলাদেশে। কিন্তু খেলায় অংশগ্রহণ করতে আসাটা এবারই প্রথম। ইউরোপে রুকসানার কদর আছে। জয় করেছেন অনেক পদক। পঞ্চম বাউটে ব্রিটিশ-বাংলাদেশি সুপারস্টার রুকসানা বেগমের মুখোমুখি হন প্রতিভাবান বাংলাদেশি বক্সার তানজিলা। ফ্লাইওয়েট ক্যাটেগরিতে ১০ রাউন্ডের খেলায় লড়াই হয়। দুই নারী বক্সারের মধ্যেকার ম্যাচটিই সবচেয়ে বেশি জমাট বেঁধে ছিল। প্রত্যেক রাউন্ডই ছিল উত্তেজনাকর। দুর্দান্ত লড়াইয়ের পর রুকসানা বেগম ডব্লিউবিইউ ইন্টারকন্টিনেন্টাল শিরোপা জয় করেন। বক্সিং রিংয়ে রুকসানা বাংলাদেশ এবং যুক্তরাজ্যের পতাকা জড়িয়ে ধরেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত