ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ-সিশেলস

দুই ম্যাচই দিনের আলোয়

দুই ম্যাচই দিনের আলোয়

সিলেট জেলা স্টেডিয়ামে এর আগেও ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়ারা। তবে তা ছিল ফ্লাড লাইটে। এবারই ব্যতিক্রম হতে যাচ্ছে। আগামীকাল শনিবার ও ২৮ মার্চ আফ্রিকার দেশ সিশেলসের বিপক্ষে বাংলাদেশের দুটি ফিফা প্রীতি ম্যাচ হবে দিনের আলোয়। দুটি ম্যাচই শুরু হবে বিকাল পৌনে ৪টায়। এবারও ফ্লাড লাইটে খেলার কথা থাকলেও রমজান মাস ও অন্যান্য কারণে তা হচ্ছে না। এ বিষয়ে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘বাফুফে ও সিলেটের আয়েজকরা মিলে এবার দিনের আলোতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ইফতারের আগেই খেলা শেষ হবে। সেভাবেই সবাই প্রস্তুতি নিচ্ছে।’

সিলেটে বর্তমানে দুই দলের শেষ মুহূর্তের অনুশীলন চলছে। স্বাগতিকরা সিলেট জেলা স্টেডিয়ামে ও সিশেলস উপশহরের খাদিমনগরে বিকেএসপিতে অনুশীলন করছে। আজ ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে দুই দল। বাংলাদেশের ২৩ সদস্যের দলও চূড়ান্ত হওয়ার কথা রয়েছে আজ। যদিও বাংলাদেশ দলের ২৭ জনই দুই ম্যাচে ঘুরে ফিরে সুযোগ পাবেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।

ম্যাচের টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত