আইপিএলের জন্য ২৪ দিনের ছুটি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আইপিএল শুরু হচ্ছে চলতি মাসের শেষ দিকে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও লিটন দাস। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। লিটন ও সাকিব বিসিবির কাছে ছাড়পত্র চেয়েছেন আইপিএল খেলতে, তবে জাতীয় দলের খেলা থাকায় শুরুতেই ছাড়পত্র পাচ্ছেন না। সিলেটে গতকাল আয়ারল্যান্ডের ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘আইপিএলে যখন নাকি নিলামে ডাকা হয় তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখন খেলতে পারবে, আমরা তাদের জানিয়ে দিয়েছি। ওটা জেনেই তাদের আইপিএলের নিলামে নিয়েছে, সিম্পল। এরপর আর কোনো কিছু পরিবর্তন হলে আমরাই জানাবো। আপাতত আর কোনো পরিবর্তন আসে নাই।’ তার মানে বাংলাদেশের খেলা হলে এই তিন ক্রিকেটার দলে থাকবেন এমন প্রশ্নে পাপন বলেন, ‘না থাকার তো আমি কোনো অপশনই দেখি না। এটা যদি এমন হতো তাদের বলেছি আমরা ভেবে চিন্তে দেখতেও পারি। এই ধরণের কোনো অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে তাহলে সন্দেহ থাকত, আমরা ক্লিয়ারকাট বলে দিয়েছি।