ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তামিমের সেঞ্চুরি হারছেই মোহামেডান

তামিমের সেঞ্চুরি হারছেই মোহামেডান

এনামুল হক জুনিয়রকে ডিপ এক্সট্রা কাভারের চারের পর লং অফে ঠেলে দিয়ে সিঙ্গেল। তামিম ইকবাল পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিসিএল) মোহামেডানের বিপক্ষে খেলতে নেমে সেঞ্চুরির দেখা পান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার। অথচ আগের দিন রাতে সিলেট থেকে ফেরেন আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ একটি সিরিজ শেষে। তামিম বিশ্রাম নেননি, গতকাল সকালে নারায়াণগঞ্জে যোগ দেন দলের সঙ্গে। তামিম যেন এলেন, খেললেন এবং জয় করলেন। তামিমের সঙ্গে রাতে ফিরে ঢাকা লিগ খেলতে নামেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী চৌধুরীও। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৯৯ রানে অলআউট হয় মোহামেডান। রান তাড়া করতে নেমে তামিমের সেঞ্চুরিতে ৪২.১ ওভারে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক। ৪ ম্যাচে চারটিতেই জিতেছে প্রাইম ব্যাংক। সমান ম্যাচ খেলে একটিতেও জেতেনি মোহামেডান। একমাত্র পয়েন্ট পেয়েছে বৃষ্টির বদৌলতে।

আরেক ম্যাচে সেঞ্চুরি করেও দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে জেতাতে পারেননি অমিত হাসান। ভারতীয় অলরাউন্ডার চিরাগ জানির অলরাউন্ড নৈপূণ্যে ম্লান হয়ে যায় এই শতক। শেষ হাসি হাসে মাশারফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ, জিতেছে ৩ উইকেটে।

বিকেএসপিতে ফজলে মাহমুদ রাব্বির সেঞ্চুরি ও অধিনায়ক নুরুল হাসান সোহানের হাফ সেঞ্চুরিতে ভর করে বৃষ্টি বিঘিœত ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কাছে গিয়েও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাদার্স। আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৮৭ রান করে শেখ জামাল। রাব্বি সর্বোচ্চ ১০১ রান করেন ১১৩ বলে। তার ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৩টি ছয়ে। ফর্মহীনতায় থাকা সোহান (৬৬) পেয়েছেন রানের দেখা। বৃষ্টি আইনে ব্রাদার্সের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ২০৭ রান। সাব্বির হোসেন ও জাহিদুজ্জামানের ফিফটির পরেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি ১৯৫ রানে থামে। ১১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

ফতুল্লায় ছোট লক্ষ্যে খেলতে নেমে তামিম অবশ্য খেলেছেন ধীরগতিতে। সেঞ্চুরি পেয়েছেন ১৪৫ বলে। ১৫৬ বলে ১০৯ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৩৯ রানে তামিমের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। তামিমণ্ডমুশফিকরা রান পেলেও চারে নেমে ইয়াসির ফেরেন ১ রান করে। অধিনায়ক মিথুন ৩১ রান করেন। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন সৈয়দ খালেদ আহমেদ।

এর আগে বিব্রতকর ব্যাটিংয়ে মোহামেডান ২০০ রানের আগেই অলআউট হয়। সর্বোচ্চ ৪১ রান আসে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে। এ ছাড়া শুভাগত হোম চৌধুরী ২৬, অনুষ্টুপ মজুমদার ২৫ ও ইমরুল কায়েস-আরিফুল হক ২২ রান করে সাজঘরে ফেরেন। প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাসির হোসেন। ২টি করে উইকেট নেন রুবেল হোসেন-রেজাউর রহমান রাজা।

অন্য ম্যাচে অমিতের (১০৪) সেঞ্চুরিতে ভর করে ৪৭.৩ ওভারে ২০৭ রানে অলআউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় থামতে হয় দুইশর একটু সামনে গিয়ে। বল হাতে শাইনপুকুরের বাঁধা ছিল ম্যাচসেরা চিরাগ, ৯ ওভারে ৩৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ৮.৩ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন মাশরাফি। বৃষ্টির বাধার কারণে বৃষ্টি আইনে রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ১৬৮ রান, ৩৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। তানভীর হায়দার ১০ ও মুক্তার আলী ১ রানে অপরাজিত থেকে রূপগঞ্জকে জিতিয়ে মাঠ ছাড়েন। সর্বোচ্চ ৪৩ রান করেন ইরফান শুক্কুর। চিরাগ ৪২ ও সাব্বির রহমান ৪৩ রান করেন। শাইনপুকুরের হয়ের সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসান মুরাদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত