ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বার্সায় ফিরতে মেসির ‘কঠিন শর্ত’

বার্সায় ফিরতে মেসির ‘কঠিন শর্ত’

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, লিওনেল মেসিকে নিয়ে বাড়ছে জল্পনা। তাকে ফিরে পেতে নাকি উঠেপড়ে লেগেছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। ক্লাব সভাপতি জুয়ান লাপোর্তা কাতার বিশ্বকাপের পর থেকে মেসির বাবা ও তার এজেন্ট জর্জ মেসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এবার স্পেনের সংবাদমাধ্যমের দাবি, পুরনো ক্লাবে ফিরতে নাকি কঠিন শর্ত দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগামী জুন মাসে পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে যাবে। যদিও তার সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী ফ্রান্সের ক্লাবটি। অন্যদিকে বার্সেলোনাও চায় ঘরের ছেলেকে ফিরে পেতে। ২০২৪ সালে বার্সোলোনার ১২৫ বছর পূর্তি। ক্লাবের বিশেষ এই মৌসুমে মেসিকে আবার বার্সেলোনার জার্সি পরাতে চান লাপোর্তা। ১২৫ বছরের অনুষ্ঠানে মেসিকে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাও নাকি আছে। সমস্যা একটাই, বাজারদর অনুযায়ী মেসিকে টাকা দিতে পারবে না বার্সেলোনা।

অনেকদিন ধরে বার্সার অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। মূলতঃ আর্থিক কারণে মেসিকে ধরে রাখতে পারেনি। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, মেসিকে আনতে দলের দুই ফুটবলারকে বিক্রি করে দেয়ার নির্দেশও দিয়েছেন লাপোর্তা। এতেও আর্থিক সংকটের সমাধান হবে না মনে করছেন অনেকে। অন্যদিকে মেসির পক্ষ থেকে নাকি দাবি করা হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠান থেকে আয়ের একটা অংশ তাকে দিতে হবে। মেসির বাবা নাকি বার্সা কর্তৃপক্ষকে এই শর্তের কথা জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত