ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জোড়া গোলে অভিষেক

জোড়া গোলে অভিষেক

ডাচদের ফুটবলে আবারো শুরু হয়েছে রোনাল্ড কোমান যুগ। দুই দলের নতুন শুরুতে প্রথম জয়টা কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের। দুই দলের সামনেই ছিল নতুন শুরুর চ্যালেঞ্জ। হুগো লরিসের বিদায়ের পর এই ম্যাচ দিয়েই অধিনায়ক এমবাপ্পের যুগে প্রবেশ করেছে ফ্রান্স। কাতার বিশ্বকাপের পর ডাচরা বদলেছে কোচ। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বিধ্বস্ত হয়েছে কোমানের নেদারল্যান্ডস। এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্স জিতেছে ৪-০ গোলে। তাতে ফ্রান্স জাতীয় দলের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হয়ে যান, ছাড়িয়ে গেছেন করিম বেনজেমাকে। ফ্রান্সের হয়ে এমবাপ্পের গোল এখন ৩৮টি। কাতার বিশ্বকাপে শোচনীয় বিদায় হয়েছিল অন্যতম ফেভারিটের তকমা নিয়ে অংশ নেওয়া বেলজিয়াম। বছরের অধিকাংশ সময় র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলটির এমন পরিণতি নিয়ে ট্রলও কম হয়নি। চোটের কারণে খেলতে পারেননি রোমেলো লুকাকু। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে নেমেই তিনি হ্যাটট্রিক করেছেন, ডমেনিকো টেডেস্কো’র অধীনে প্রথমবারের মতো খেলতে নামা বেলজিয়াম জিতেছে ৩-০ গোলে। সুইডেনের হয়ে সর্বোচ্চ বয়সে মাঠে নামার রেকর্ড গড়েছেন জøাতান ইব্রাহিমোভিচ, ৭৩ মিনিটে মাঠে নামা ইব্রার বয়স ৪১ বছর। শুধু সুইডিশ নয়, ইউরোপা বাছাইয়ে অংশ নেয়া সর্বোচ্চ বছর বয়সি খেলোয়াড়ও তিনি। ইউরো বাছাইয়ে খেলতে অবসর ভেঙে তাকে দলে ফেরানো হয়। এর আগে তিনি অবসর নিলেও দেশের জার্সিতে নির্ভরযোগ্য কোনো নতুন তারকা না ওঠায় দলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত