ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তানকে হারিয়ে উচ্ছ্বসিত রশিদ

পাকিস্তানকে হারিয়ে উচ্ছ্বসিত রশিদ

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম প্রতিবেশীদের হারানোর স্বাদ নিল আফগানিস্তান। গত শুক্রবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে আফগানরা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। নিয়মিত তারকাদের অধিকাংশকে বিশ্রাম দেওয়া পাকিস্তান টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ৯২ রান করতে পারে। জবাবে শুরুর ধাক্কা সামলে ৪ উইকেটে ৯৮ রান তুলে ১৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান। পাকিস্তানকে ১০০’র নিচে আটকে রেখে মূল কাজটা সারেন বোলাররা। ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন উইকেটে ওই রান নিয়েও ম্যাচ জমিয়ে তোলেন ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিমরা। মিডল অর্ডারে ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলে দলকে জয় এনে দিলেন মোহাম্মদ নবি ও নাজিবউল্লাহ জাদরান। আগামী রোববার একই মাঠে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

ঐতিহাসিক জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করলেন তাদের অধিনায়ক রশিদ খান। ম্যাচ শেষে গণমাধ্যমে লেগ স্পিনার রশিদ বলেন, ‘জেতায় আনন্দ লাগছে কারণ, অতীতে আমরা সব সময় তাদের কাছে হেরেছি। কখনও কখনও খুব অল্প ব্যবধানে। জিততে পেরে খুশি এবং আমরা আশা করি, এই মোমেন্টাম ধরে রাখতে পারব।’ শাদাব খানের নেতৃত্বাধীন পাকিস্তান ব্যাটিংয়ে চরম হতাশ করে। তারপরও রান তোলার জন্য কঠিন উইকেটে ম্যাচ জমিয়ে তোলেন নাসিম শাহ, ইহসানউল্লাহ ও ইমাদ ওয়াসিম। তাদের তোপে ষষ্ঠ ওভারে ২৭ রানে ৩ উইকেট খোয়ায় আফগানিস্তান। টপ অর্ডারের ব্যর্থতার পর তাদের ত্রাতা হিসেবে আবির্ভূত হন মোহাম্মদ নবি। বল হাতে ২ উইকেট নেওয়া অভিজ্ঞ অলরাউন্ডার ব্যাট হাতে ৩৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত