ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এবার ৭৬ রানে বিধ্বস্ত শ্রীলঙ্কা!

এবার ৭৬ রানে বিধ্বস্ত শ্রীলঙ্কা!

অকল্যান্ডে ম্যাচের শেষ দিকে হঠাৎ তুমুল কৌতূহল। শ্রীলঙ্কা কি পারবে? ব্লেয়ার টিকনারের তিন বলের মধ্যে লাহিরু কুমারার ছক্কা ও চারে শেষ পর্যন্ত তারা পেরেই গেল! ভাববেন না ম্যাচ জিতে গেল। নিজেদের সবশেষ ওয়ানডেতে তারা গুটিয়ে গিয়েছিল ৭৩ রানে। সেই স্কোর লঙ্কানরা পেরোতে পারল! তবে শেষ ওখানেই। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় আরো একটি বিব্রতকর হার সঙ্গী হলো তাদের। হেনরি শিপলির (৫/৩১) সঙ্গে অন্য পেসারদের দুর্দান্ত বোলিংয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ব্যবধানের জয়ে শ্রীলঙ্কাকে ১৯৮ রানে গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ড। প্রথম স্পেলেই ৫ ওভারে ৪ উইকেট নেন শিপলি। নিজেদের সবশেষ ওয়ানডেতে গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে ৭৩ রানে গুটিয়ে লঙ্কানরা ম্যাচ হেরেছিল ৩১৭ রানের রেকর্ড ব্যবধানে। ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে কিউইদের সবচেয়ে বড় জয় এটি। আগের সবচেয়ে বড় জয় ছিল ২০১৫ সালে ডানেডিনে ১২০ রানে। অকল্যান্ডে গতকাল শনিবার স্বাগতিকরা অলআউট হয় ২৭৬ রানে। উইকেটে পেস ও বাউন্স ছিল যথেষ্ট, তবে ব্যাটিংয়ের জন্য খুব বেশি ভয়ঙ্কর নয়। কিউইদের পুঁজি আদৌ নিরাপদ কি না, তা নিয়ে ধারাভাষ্যকক্ষে চলছিল আলোচনা। কিন্তু শ্রীলঙ্কা স্রেফ ১৯.৫ ওভারে গুটিয়ে যায় ৭৬ রানে!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত