ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রশিদ খানের কাছে ‘স্পেশাল’

রশিদ খানের কাছে ‘স্পেশাল’

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের তুলনায় তৃতীয়টিতে পাকিস্তানের ব্যাটিং হলো ভালো, পুঁজিও হলো বড়। পরে বোলাররা মেলে ধরলেন নিজেদের। সম্মিলিত প্রচেষ্টায় আফগানিস্তানকে ৬৬ রানে অনায়াসে হারিয়ে হোয়াইটওয়াশড হওয়ার শঙ্কা এড়াল পাকিস্তান। প্রথম দুই ম্যাচে ৯২ ও ১৩০ রানের পর এবার ১৮২ রান করে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে ৭ ও ৬ উইকেটে জেতা আফগানরা আশাই জাগাতে পারেননি। আট বল বাকি থাকতে তারা গুটিয়ে যায় ১১৬ রানে।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে না পারলেও প্রথম দুই ম্যাচে যা হয়েছে, তাতেই উচ্ছ্বাসের কমতি নেই অধিনায়ক রশিদ খানের। প্রতিবেশী দেশের বিপক্ষে আফগানদের প্রথম সিরিজ জয় এটি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় তার কাছে বিশেষ কিছু। ইতিহাস গড়া জয়ের পরও অবশ্য দলের উন্নতির জায়গা দেখছেন আফগান অধিনায়ক। রশিদ খানরা শ্রেয়তর দল হিসেবেই জিতেছে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে ৪৫ রানে ৪ উইকেট হারানোর পর শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় তারা। পরের ম্যাচে শেষ ওভারে স্নায়ুর চাপের লড়াইয়ে জিতে নিশ্চিত করে সিরিজ জয়। সিরিজ শেষে সেই তৃপ্তিই ফুটে উঠল দলের অধিনায়ক ও আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদের কণ্ঠে, ‘এই দলের অংশ হওয়ার জন্য স্পেশাল এক মুহূর্ত এটি। সবার দারুণ প্রচেষ্টার ফসল এই জয়। আমরা সিরিজ জিতেছি, যদিও কিছু জায়গায় উন্নতির সুযোগ এখনো আছে। তবে আমাদের জন্য এই সিরিজ ছিল দারুণ শেখার পর্ব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত