ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অর্থ সংকটে নারী ফুটবল

অনিশ্চিত প্যারিস অলিম্পিক বাছাই
অর্থ সংকটে নারী ফুটবল

পেরে ওঠা যাবে না- অজুহাতে গত এশিয়ান কাপ বাছাইপর্ব খেলেনি বাংলাদেশ নারী ফুটবল দল। এবার অর্থাভাবে সাবিনাদের ২০২৪ অলিম্পিক বাছাইপর্ব খেলতে যাওয়াও বাতিলের পথে। এপ্রিলের প্রথম সপ্তাহে মিয়ানমারে প্যারিস অলিম্পিকের মেয়েদের এশিয়ান অঞ্চলের বাছাইয়ের প্রথম পর্বের খেলা ছিল, যেখানে স্বাগতিকরা ছাড়া অন্য দুই প্রতিপক্ষ ইরান ও মালদ্বীপ। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এই টুর্নামেন্টটি এএফসির সাধারণ সূচির বাইরে। ফলে অংশগ্রহণের সব খরচ বাফুফেকে বহন করতে হবে। এত পরিমাণ অর্থ আমাদের নেই। আর্থিক কারণেই আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছি না’। গতকালের মধ্যে ছিল এএফসিকে না খেলার বিষয়টি জানিয়ে দেয়ার শেষ সময়। এন্ট্রি দিয়ে শেষ মুহূর্তে প্রত্যাহার করলে জরিমানার সম্মুখীন হতে পারে বাফুফে। বাফুফে সূত্রে জানা গেছে, সব মিলিয়ে অর্ধ কোটি টাকার বেশি প্রয়োজন ছিল। আর্থিক সহায়তার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছিল বাফুফে। সেই চিঠির ইতিবাচক সাড়া না আসায় মূলত মিয়ানমার সফরের কোনো সম্ভাবনা দেখছেন না কিরণ, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সাহায্য চেয়েছিলাম। সেই সাহায্য পাওয়া সম্ভব হচ্ছে না। এরপরই আমরা দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ বাফুফের চিঠির প্রসঙ্গে বলেন, ‘আমাদের মধ্যে আলোচনা চলমান। আনুষ্ঠানিকভাবে এখনো না করিনি।’ তবে আনুষ্ঠানিকভাবে না করলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে এত স্বল্প সময়ের মধ্যে অর্ধ কোটি টাকার বেশি বাফুফেকে প্রদান করা সম্ভব না বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত