ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেলজিয়ামে উৎসব ক্ষোভ জার্মানিতে

বেলজিয়ামে উৎসব ক্ষোভ জার্মানিতে

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে পেরুর বিপক্ষে মিলেছিল দারুণ শুরুর আভাস। পরের ম্যাচেই আবার পথ হারিয়ে বসেছে জার্মানি। ঘরের মাঠে ম্যাচের প্রথম ৯ মিনিটের মধ্যে ২ গোল হজম করে তারা হেরে গেছে বেলজিয়ামের কাছে। এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না হান্স ফ্লিক। জার্মানি কোচের মতে, তাদের ভুলের সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে প্রতিপক্ষ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার ৩-২ গোলে হারে জার্মানি। ১৯৫৪ সালে পর প্রথম বেলজিয়ামের বিপক্ষে হারের তেতো স্বাদ পায় তারা। ইয়ানিক কারাসকো ও রোমেলু লুকাকু বেলজিয়ামকে শুরুতে এগিয়ে দেন। নিকলাস ফুয়েলখুগ বিরতির আগে ব্যবধান কমানোর পর দ্বিতীয়ার্ধে স্কোরলাইন ৩-১ করেন কেভিন ডি ব্রুইনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত