মেয়েদের ক্রিকেটে লাল বলের যুগ শুরু

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ নারী ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল ২০২১, ২ বছর আগে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট খেলার স্বীকৃতি পেলেও বাংলাদেশের মেয়েরা লাল বলে এতদিন খেলতে পারেননি, সহসা আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলার সুযোগও পাচ্ছে না। বিসিবি চাইছে প্রস্তুতি নিয়ে যেন মেয়েরা খেলতে নামে। তাই টেস্ট খেলার প্রস্তুতি স্বরূপ শুরু হয়েছে মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া লাল বলে দু’দিনের বিসিএল হচ্ছে ১০০ ওভারে। বোর্ডের চুক্তিবদ্ধসহ বাইরের খেলোয়াড়দের নিয়ে পদ্মা, মেঘনা ও যমুনা নামে গড়া তিন দল নিয়ে গতকাল থেকে শুরু হয় নারীদের বিসিএল। প্রথম দিনে দাপট ছিল বোলারদের। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এক দিনেই পড়েছে ১৭টি উইকেট। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় টিম পদ্মা-টিম যমুনা। টস জিতে যমুনাকে ব্যাটিংয়ে পাঠায় পদ্মা। ৬৬ ওভারে তারা মাত্র ১৫৫ রানে অলআউট হয়। পদ্মাও সুবিধা করতে পারেনি। ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান করে দিন শেষ করে তারা। এখনো পিছিয়ে ৪৩ রানে। ব্যাটিং করতে নেমে যমুনার শুরু হয় প্রথম বলে ওপেনার মুর্শিদা খাতুনকে হারিয়ে। লড়াই চালিয়েছিলেন অধিনায়ক সোবহানা মোস্তারি (৪৯) ও সুলতানা খাতুন (৩৮*)। ফারজানা হক (২৩) ও আফিয়া প্রত্যাশা (১৯) ছাড়া যমুনার আর কেউ ২ অঙ্কের মুখ দেখেননি। সালমা খাতুন সর্বোচ্চ ৪ উইকেট নেন। এছাড়া ফাহিমা খাতুন ৩। ব্যাটিং করতে নেমে পদ্মারও শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে শূন্য রানে ফেরেন সারমিন সুলতানা। হাতে ৩ উইকেট রেখে কোনোমতে দিনটি শেষ করেছে তারা। এখনো তারা পিছিয়ে আছে ৪৩ রানে। পদ্মার হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন সাথি রানী বর্মন। তিনি অবশ্য খেলেছেন ওয়ানডে স্টাইলে।