ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বালিতে বসছে না যুব বিশ্বকাপ

বালিতে বসছে না যুব বিশ্বকাপ

ইন্দোনেশিয়ায় ২৪টি দেশ নিয়ে ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল। প্রথম কোনো বড় ফুটবল আসর আয়োজন করতে যাচ্ছিল দেশটি। আশা করা হচ্ছিল, গত বছর পূর্ব জাভায় স্টেডিয়াম ট্রাজেডির ঘটনার ভাবমূর্তি কাটিয়ে উঠতে পারবে ফুটবল ভক্ত এ দেশটি। কিন্তু অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল আয়োজনে ইন্দোনেশিয়ার স্বাগতিক দেশের অধিকার কেড়ে নিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইসরাইলের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট সংকটে টুর্নামেন্টের ড্র স্থগিত হওয়ার পর এ সিদ্ধান্ত হয়। এটা ইঙ্গিত দিচ্ছে যে, ফিফা ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়ার (পিএসএসআই) ওপর আরো নিষেধাজ্ঞার কথা ভাবতে পারে। পিএসএসআই বলেছে- ইসরাইলের টিমকে আতিথেয়তা জানাতে বালি গর্ভমেন্টের অস্বীকৃতির পর টুর্নামেন্টের ড্র স্থগিত বাতিলে ফিফা বলপ্রয়োগ করেছে। বিবিসি ও দ্য সিডনি মর্নিং হেরাল্ডের খবর, ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনে ইন্দোনেশিয়ার স্বাগতিক দেশের অধিকার বাতিল করা হয়েছে। নতুন স্বাগতিক দেশ যত দ্রুত সম্ভব ঘোষণা করা হবে। টুর্নামেন্টের তারিখ এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। ফিফার এ পদক্ষেপের পর পিএসএসআই এক্সিকিউটিভ মেম্বার আরিয়া সিনুলিঙ্গা বলেন, ইন্দোনেশিয়ার স্বাগতিক দেশের অধিকার হারানোর বিষয়টি খুবই হতাশাজনক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত