নাপোলিকে হুমকি মিলান কোচের

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

২০২২-২৩ মৌসুমে দুর্দান্ত ছন্দে ছুটে চলেছে নাপোলি। সিরি-এ’য় শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া দলটি চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো উঠেছে কোয়ার্টার ফাইনালে। সেখানে সে-িফাইনালে ওঠার লড়াইয়ে উড়তে থাকা এই দলের বিপক্ষেই মাঠে নামতে হবে এসি মিলানকে। তবে চিন্তিত নন মিলান কোচ স্তেফানো পিওলি। দারুণ ছন্দে থাকা নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার প্রশ্নে আত্মবিশ্বাসী এসি মিলান কোচ স্তেফানো পিওলি। চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে ইতালির দুই জায়ান্ট নাপোলি-এসি মিলান। আগামী ১২ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে মিলানের মাঠে। সিরি-এ’য় এই মুহূর্তে শিরোপার লড়াইয়ে খুব ভালোভাবে এগিয়ে আছে নাপোলি। ২৭ ম্যাচে ২৩ জয় ও ২ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগেও এখন পর্যন্ত নাপোলির পথচলা বেশ মসৃণ। গ্রুপ পর্বে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করে তারা। নকআউট পর্বের প্রথম ধাপে দুই লেগেই জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে দেয় ইতালিয়ান ক্লাবটি।