ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঞ্চিত ইন্দোনেশিয়া আর্জেন্টিনায় উৎসব

বঞ্চিত ইন্দোনেশিয়া আর্জেন্টিনায় উৎসব

২০ মে থেকে ইন্দোনেশিয়ার বালিতে শুরু হওয়ার কথা ছিল ২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। কিন্তু দুই মাসেরও কম সময় বাকি থাকতে ইন্দোনেশিয়া থেকে যুব বিশ্বকাপ সরিয়ে নিয়েছে ফিফা। নতুন আয়োজক হিসেবে উঠে এসেছে আর্জেন্টিনার নাম। হঠাৎ করে ফিফা বুধবার ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়ার বিষয়ে বিবৃতি দেয়ার পরপরই বিশ্বকাপ আয়োজনের জন্য একমাত্র আর্জেন্টিনাই আয়োজনের জন্য ফিফাকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। জানা গেছে দুই-একদিনের মধ্যে আর্জেন্টিনাকে আয়োজক ঘোষণা করে বিবৃতি দিবে ফিফা ব্যুরো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে দক্ষিণ আমেরিকায় আছেন কনমেবলের কংগ্রেসে অংশ নিচ্ছেন। তিনি আর্জেন্টিনাকে ২০২৩ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব দেয়ার মনন্থিরও করে ফেলেছেন। তেমন কিছুই তার বক্তব্য থেকে পরিস্কার, ‘আমাদের সবার আর্জেন্টিনার ফুটবল কাঠামো সম্পর্কে ধারনা আছে। নিশ্চিতভাবে তারা এই পর্যায়ের একটি বিশ্বকাপ আয়োজন করতে সক্ষম। আরও দুই একটি দেশ আগ্রহ দেখিয়েছে। কিন্তু আগ্রহ প্রকাশ, সরকারি নিশ্চয়তা ও অন্যান্য বিস্তারিত সবকিছুর দিক দিয়ে আর্জেন্টিনাই প্রথম। আমরা দুই-তিনদিনের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দিব।’ অথচ ২০২৩ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা থেকে কোয়ালিফাই করে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর। আয়োজক হওয়ায় কোয়ালিফাই না করা আর্জেন্টিনার বিশ্বকাপে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।

ফিফার এমন সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন ইন্দোনেশিয়ার ফুটবল খেলোয়াড়, ফুটবল ভক্ত-সমর্থক ও ফুটবল বিশেষজ্ঞরা। তারা বলছেন ইসরায়েলের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। কিন্তু সেটা না করে আর্জেন্টিনাকে খুশি করতেই ইন্দোনেশিয়া থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে মাত্র ৫০ দিন আগে!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত