যুবাদের ত্রিদেশীয় সিরিজ জয়

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে টানা হার, এরপর ফিরতি পর্বে ঘুরে দাঁড়ানো। এবং শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজের শিরোপাও জিতে গেছেন বাংলাদেশের যুবারা। আবুধাবির টলারেন্স ওভাল মাঠে বৃহস্পতিবার ফাইনালে তারা ৩ উইকেটে হারায় আফগান যুবাদের, নিয়েছে মধুর প্রতিশোধও। ১০ ওভারে ১ মেডেনসহ ২৯ রানে ৬ উইকেট- ফাইনালে বিধ্বংসী বোলিং করেছেন বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি, তাঁর ঘূর্ণি ছোবলে ৩৭ ওভারে ১৪৩ রানে গুঁড়িয়ে যায় আফগান অনূর্ধ্ব-১৯ দল। বুক চিতিয়ে যা একটু লড়াই করেছেন মোহাম্মদ হারুন খান (৬২ বলে সর্বোচ্চ ৬৫ রান)। তাঁর হাফসেঞ্চুরিতে ১৫০-এর কাছাকাছি যায় আফগান যুবাদের স্কোর। তবে শুরুটা একেবারে খারাপও হয়নি তাদের ৫০/১। রাব্বি আক্রমণে আসতেই ব্যাটিং লাইনে নামে ধস, মাত্র ৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ১ উইকেটে ৫৩ রান থেকে ৫ উইকেটে ৬০ রানে পরিণত হয় স্কোর। এই চার উইকেটের তিনটিই নেন রাব্বি। ষষ্ঠ উইকেটে খালিদ তানিওয়ালের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে উঠলে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে ১০০ পেরোয় আফগানদের স্কোর; কিন্তু তানিওয়ালকে সরাসরি বোল্ড করে জুটি ভাঙার পরও রাব্বির উইকেট উৎসব চলতে থাকলে আর বেশিদূর যেতে পারেনি তারা। রিজওয়ান চৌধুরী (৪৯ বলে ৪৩) ও জিশান আলমের (১৯ বলে ৩৫ রান) দারুণ ব্যাটিংয়ে ওই রান ২৩.২ ওভারে টপকে ৬ উইকেটের জয়ে শিরোপা উৎসবে মাতোয়ারা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।