ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জুয়ায় ১১৫ কোটি টাকা হারলেন নেইমার!

জুয়ায় ১১৫ কোটি টাকা হারলেন নেইমার!

জুয়া খেলে ১১৫ কোটি টাকা হেরে কাঁদছেন নেইমার- এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুই দিন ধরে। ছবিটা আদতে বাস্তব নয়, বিজ্ঞাপন বার্তায়, যেখানে অনলাইন জুয়া নিয়ে পিএসজির তারকা নেইমার সতর্কবার্তা দিয়েছেন। ফুটবলের বাইরে ভালো পোকার খেলেন নেইমার। অনেকের ধারনা, তার পোকার খেলার দক্ষতা পেশাদারদের পর্যায়ের। ফুটবল ছাড়লে ব্রাজিলিয়ান তারকা পোকার খেলায় মনোনিবেশ করবেন বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন। বিজ্ঞাপন বার্তায় তিনি ১ মিলিয়ন ইউরো বা প্রায় ১১৫ কোটি টাকা হেরে কান্নার অভিনয় করে ভক্তদের সতর্ক করেছেন। তবে ওই ভিডিও’র পরিপ্রেক্ষিতে, নেইমার জুয়া খেলে অর্থ হেরেছেন এমন গুজবও তৈরি হয়।

ব্রাজিলের গণমাধ্যম গ্লোবে, মাদ্রিদের আরএমসি নিশ্চিত করেছে, জুয়া খেলে নেইমার কোন টাকা হারেননি। আসলে ওটা ছিল একটি ইতিবাচক প্রচারণা। জুয়ায় অর্থ ঢাললে অনলাইন প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়ে সতর্ক করা হয়েছে ওই ভিডিওতে। বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে নেইমারের ব্যক্তিগত চুক্তি আছে, ব্লেজ তার ২৬ নম্বর ব্যক্তিগত স্পন্সর। এটি অনলাইন গেমিং প্রতিষ্ঠান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত