অনুশীলনে নেই সাকিব

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট উপলক্ষ্যে গতকাল রোববার মিরপুর শেরেবাংলায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। তরুণদের সঙ্গে অনুশীলনে ছিলেন টেস্ট দলে ফেরা তামিম ইকবাল এবং অন্যতম সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। ছিলেন সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হকও। দুপুর ২টা থেকে অনুশীলনের শিডিউল দেয়া ছিল। তার আগে ড্রেসিংরুমে ক্রিকেটারদের সঙ্গে মিটিং করেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে। মাঠে অনুশীলনের একপর্যায়ে তিনি সহ-অধিনায়ক লিটন দাসের সঙ্গেও একান্তে আলাপ করেন। অনুশীলনে সাকিবের না থাকার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, তিনি টিম হোটেলে বিশ্রামে আছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে পরের দিনই ঢাকায় ফিরে তিনি ডিপিএলে মোহামেডানের হয়ে মাঠে নামেন।

যদিও ঢাকা প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন সুখকর হয়নি সাকিবের জন্য। ব্যাট হাতে ৯ বলে ৫ রান করার পর বল হাতে ১০ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। ম্যাচ শেষে হেলিকপ্টারে ঢাকায় ফিরে তিনি একটা অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানেই তিনি জানান, জাতীয় দলের দায়িত্ব শেষ করে তবেই আইপিএল খেলতে যাবেন। নিলামের সময় এই শর্তই দেয়া হয়েছিল। সাকিবের এই বক্তব্যের মাধ্যমে কয়েক দিন ধরে চলতে থাকা আলোচনায় ইতি পড়ল। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ পিঠাপিঠি হওয়ায় ক্রিকেটারদের দম ফেলানোর ফুরসত পাচ্ছেন না। তিন ফরম্যাটেই যারা খেলছেন তাদের ব্যস্ততা আরো বেশি। সাকিব সেই তালিকারই একজন। অথচ, মাঠের খেলার পাশাপাশি মাঠের বাইরেও সাকিবকে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে।