ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডিপিএল

বিজয়ের আরেকটি সেঞ্চুরি

বিজয়ের আরেকটি সেঞ্চুরি

আরিফুল জনির বলে ডাবলস নিয়ে ৩ অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে আবাহনী লিমিটেডের এই ওপেনার তুলে নেন দ্বিতীয় সেঞ্চুরি। ঢাকা লিওপার্ডসের বিপক্ষে আবাহনী পায় টানা ষষ্ঠ জয়। বিকেএসপিতে টস জিতে ব্যাটিং করতে নেমে আবাহনী ৬ উইকেটে ২৬৬ রান করে। রান তাড়া করতে নেমে লিওপার্ড ৩৮.৫ ওভারে ২১২ রানে অলআউট হয়। ৫৪ রানের জয়ে রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে আবাহনী। গত আসরের মতো এবারও বিজয়ের ব্যাটে রানের ফোয়ারা, ১২৬ বলে করেছেন ১০৭ রান।

বিকেএসপির ৩ নম্বর মাঠে শেষ ৬ বলে সিটি ক্লাবের প্রয়োজন ছিল ৫ রান। আর ব্রাদার্সের ২ উইকেট। প্রথম দুই বলে দুই রান নিয়ে তৃতীয় বলে উইকেট হারায় সিটি। আবার ম্যাচ হেলে যায় ব্রাদার্সের দিকে। তবে শেষ পর্যন্ত শেষ হাসি হাসে সিটি। পঞ্চম বলে থার্ডম্যান অঞ্চল দিয়ে চারের মারে জয় পায় ক্লাবটি। টস জিতে ব্যাটিং করতে নেমে ৪৬.৫ ওভারে ২১৯ রানে অলআউট হয় ব্রাদার্স। রান তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে ১ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফরহাদ রেজার (৪/৩১) বোলিং তোপ, হাসান মুরাদের (৪/২৭) ঘূর্ণিজাদুর পর মাহফিজুল ইসলাম রবিনের (৬৯*) অপরাজিত ফিফটি; তাতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের (১৬১/১০) বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত