ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বার্সার এল ক্লাসিকোর প্রস্তুতি

বার্সার এল ক্লাসিকোর প্রস্তুতি

স্প্যানিশ লা লিগার শিরোপা বার্সেলোনার হাতেই উঠতে যাচ্ছে, সে বিষয়টা প্রায় পরিষ্কার। বিষয়টা এখন পুরোপুরি সময়ের ওপর নির্ভর করছে। অর্থ্যা, লিগ শেষ হওয়ার জন্যই অপেক্ষা। শনিবার রাতে এলচের মাঠে গিয়ে ০-৪ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে ২৭তম লা লিগা শিরোপা আরও নিকটবর্তী হলো বার্সা।

এলচেকে হারিয়ে এরই মধ্যে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৫ পয়েন্টের ব্যবধান গড়ে তুলেছে। যদিও রিয়াল মাদ্রিদ খেলেছে একটি ম্যাচ কম। বার্সা খেলেছে ২৭ ম্যাচ, রিয়াল খেলেছে ২৬ ম্যাচ। গেল রাতেই রিয়াল ভায়াদোয়িদের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জিতলে ব্যবধান ১২ পয়েন্টে নেমে আসবে ব্যবধান। এরপর আগামী বুধবার মৌসুমে চতুর্থ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।

এলচের মাঠে গিয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডভস্কি. অন্য দুটি আনসু ফাতি ও ফেরান তোরেসের। দুর্দান্ত জয়ের পর কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। দলের খেলোয়াড়রা অসাধারণ খেলেছে। একটি দলের জন্য এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অগ্রগতি। সত্যিই অসাধারণ এক জয়। খেলোয়াড়দের জন্য গর্বিত।’ টানা তিনটি লিগ ম্যাচে গোল পাননি লেভানডভস্কি। তবে তার হতাশা আর বাড়তে দেয়নি এলচে। দুটি গোল উপহার দিয়েছে পোলিশ এই স্ট্রাইকারকে। ২০ মিনিটের মাথায় গোল করে বার্সাকে এগিয়ে দেন তিনি। রোনাল্ড আরাউজোর দারুণ হেডে এলচের গোলের সামনে বল পেয়েছিলেন লেভানডভস্কি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত