বাংলাদেশেই খেলবেন স্বপ্না

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

২৫ এপ্রিল থেকে ১৬ দল নিয়ে ভারতে নারীদের লিগ শুরু হতে যাচ্ছে। স্বপ্নার খেলার কথা ছিল উড়িষ্যা এফসির হয়ে। সবকিছু প্রায় চূড়ান্তও ছিল। কিন্তু মে মাসে দেশের দুটি শহরে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি লিগকেই জাতীয় দলের অন্যতম সেরা স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না গুরুত্ব দিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে সাফজয়ী বাংলাদেশ দলের এখন মিয়ানমারে থাকার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটে সাবিনা-সানজিদাদের সেখানে অলিম্পিক বাছাইয়ে খেলা হচ্ছে না। বর্তমানে অনেকটা অলস সময় কাটাতে হচ্ছে। সেটা বোধহয় খুব বেশি দিন করতেও হবে না। মে মাসে দেশে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী ফুটবলারদের ফ্র্যাঞ্চাইজি লিগ। লিগে সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে। আকর্ষণীয় হবে দেখে লিগে খেলার জন্য ভারতে খেলার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন স্বপ্না। এর পেছনে যুক্তিও তুলে ধরেছেন জাতীয় দলের জার্সি গায়ে ১২ গোল করা এই স্ট্রাইকার, ‘বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ না হলে ভারতে খেলতে যাওয়ার সুযোগ ছিল। এরই মধ্যে তাদের জানিয়ে দিয়েছি। আমাদের এখানে ফ্র্যাঞ্চাইজি লিগ আকর্ষণীয় হবে বলে জেনেছি। পারিশ্রমিক থেকে শুরু করে খেলোয়াড়দের মানের দিক দিয়েও। তাই বাংলাদেশে খেলাকে গুরুত্ব দিয়েছি।’ স্বপ্না এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে, ‘আমার স্বপ্ন হলো একসময় দেশের বাইরে গিয়ে লিগ খেলবো। ক্যারিয়ার আরও সমৃদ্ধ করব। এবার ভালো সুযোগ ছিল। কিন্তু হলো না। হয়তো সামনে সুযোগ আসবে।’