ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

৭ মিনিটে হ্যাটট্রিক বেনজেমার

রিয়ালের কোনো খেলোয়াড়ের লা লিগায় দ্রুততম হ্যাটট্রিক এটি
৭ মিনিটে হ্যাটট্রিক বেনজেমার

স্রেফ ৭ মিনিটে হ্যাটট্রিকের আনন্দে মাতলেন করিম বেনজেমা। আধা ঘণ্টার একটু বেশি সময়ে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল রিয়াল মাদ্রিদ। বিরতির পর গোল মিলল আরও দুটি। রিয়াল ভায়াদলিদকে উড়িয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৬-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। রিয়ালের অন্য তিন গোলদাতা রদ্রিগো, মার্কো আসেনসিও ও লুকাস ভাসকেস। আগের দিন এলচেকে হারিয়ে ১৫ পয়েন্টে এগিয়ে যায় বার্সেলোনা। ব্যবধান আবার ১২ পয়েন্টে নামিয়ে আনল রিয়াল। ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।

১৯৯২ সালে ফার্নান্দো হিয়েরোর পর রিয়ালের কোনো খেলোয়াড়ের লা লিগায় দ্রুততম হ্যাটট্রিক এটি। চলতি লিগে বেনজেমার গোল হলো ১৪টি। ১৭ গোল করে তার ওপরে কেবল বার্সেলোনা ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কি।

আগামী বুধবার কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের প্রস্তুতিটা দারুণ হলো রিয়ালের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত