সৌদি-মালয়েশিয়া খেলবে সাফে!

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

গত কয়েক দিনে ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় সাফজয়ী সাবিনা খাতুনদের মিয়ানমার সফর বাতিল। আর্থিক সংকটের কারণে দেখিয়ে নারী জাতীয় দলকে অলিম্পিক বাছাইপর্বে খেলতে পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এটা নিয়ে বাফুফের সমালোচনায় মিডিয়াগুলো। মেয়েদের মিয়ানমার সফর বাতিল এবং সাম্প্রতিক আরও কিছু ইস্যু নিয়ে সোমবার হঠাৎ সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। ফেডারশনের অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, সদস্য এবং নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে পাশে বসিয়ে পুরোনো কথা নতুন করে বলা শুরু করেন সালাউদ্দিন। তাতে আর্থিক সংকটের কারণে মেয়েদের পাঠাতে না পারা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে সহযোগিতা না পাওয়ার আক্ষেপ যেমন ঝরেছে, তেমনি করে সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নতুন তথ্যও দিয়েছেন সালাউদ্দিন।

আগামী জুনে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার বাইরে সৌদি আরব ও মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানোর কথা বলেছেন বাফুফে সভাপতি। আর বড় হারের লজ্জা এড়াতে সাবিনাদের মিয়ানমারে না পাঠানোর যে কথা উঠেছে তা ভুল বলে জানান সালাউদ্দিন, ‘এ বছর সাফে আমরা সৌদি ও মালয়েশিয়াকে ঢোকাতে চাচ্ছি। আমি দুটি দেশকে দাওয়াত দিয়েছি। আমরা হারের ভয়ে মিয়ানমার দল পাঠাইনি, এটা সম্পূর্ণ ভুল।’

ফুটবলে এখন অনেকেই অর্থ দিতে চায় না। এর জন্য মিডিয়াকে দায় দিয়েছেন সালাউদ্দিন, ‘আমাকে তো কেউ দিতেও চায় না। আমাদের তো সুনাম নেই। মিডিয়াতে সুনামের চেয়ে বদনাম বেশি। কোনো কোনো মিডিয়ায় বলা হয়েছে ডুগডুগি বাজায়। এটা আসলে ভাষা নয়। এটা আসলে যাত্রা।’