ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এমসিসির আজীবন সদস্য মাশরাফি

এমসিসির আজীবন সদস্য মাশরাফি

আটটি টেস্ট খেলুড়ে দেশ থেকে নতুন ১৯ জন আজীবন সদস্যের নাম প্রকাশ করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। এই ১৯ জনের তালিকায় আছেন বাংলাদেশের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। যিনি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা এমসিসির আজীবন সদস্য হলেন। এর আগে ২০০৩ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী সম্মানসূচক আজীবন সদস্য হয়েছিলেন। বুধবার এমসিসি বিজ্ঞপ্তিতে বলেছে, ‘এমসিসি বিশ্বের সেরা কিছু ক্রিকেটারকে আজীবন সদস্যপদ প্রদান করে। এই তালিকায় সর্বশেষ অন্তর্ভুক্ত সম্মানিত পুরুষ ও মহিলা ক্রিকেটারদের নাম প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।’ এমসিসির প্রতিবেদনে মাশরাফিকে বোলিং অলরাউন্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে। যিনি দীর্ঘ ১৯ বছর দেশের হয়ে ইম্প্যাক্টফুল পারফরম্যান্স দেখিয়েছেন। ম্যাশের পাশাপাশি ১৯ জনের এই তালিকায় আরো আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি-যুবরাজ সিং-সুরেশ রায়না-মিতালি রাজ-ঝুলন গোস্বামী, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, ইংল্যান্ডের অইন মরগ্যান-কেভিন পিটারসেন-লরা মার্শ, নিউজিল্যান্ডের রস টেইলর, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন প্রমুখ।

ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা হিসেবে পরিচিত এমসিসি। বেশ কিছু কমিটির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মণ্ডকানুন, ক্রিকেট-সংক্রান্ত গবেষণা ও বিশ্লেষণ করে থাকে এই ক্লাবটি। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হয়েছিলেন। তবে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ার পর তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত