ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লিভারপুল-চেলসি টানা চার ড্র

লিভারপুল-চেলসি টানা চার ড্র

ম্যাচের বেশিরভাগ সময় আক্রমণে আধিপত্য দেখাল চেলসি। লিভারপুলের চেয়ে বেশি সুযোগও পেল তারা। দুবার বল জালেও পাঠাল, কিন্তু গোলের দেখা মিলল না। দুঃসময়ের বলয়ে আটকে থাকা দুই দলের লড়াই শেষ হলো সমতায়। স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে দল দুটির মুখোমুখি সবশেষ চার ম্যাচে কোনো গোলের দেখা মিলল না। দলের টানা ব্যর্থতার দায়ে গত রোববার চাকরি হারান চেলসির কোচ গ্রাহাম পটার।

অন্তর্বর্তীকালীন কোচ ব্রুনো সাল্তোর প্রথম ম্যাচেও ভাগ্য বদলাল না দলটির। সব প্রতিযোগিতা মিলিয়ে গত তিন ম্যাচেই হারা লিভারপুল জয়ের স্বাদ পেল না এবারও। কোচ ইয়ুর্গেন ক্লপের ওপর চাপ আরও বাড়ল। ২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে চেলসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত