ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

তাহলে পিএসজি ছাড়ছেন মেসি?

রোনালদোর চেয়ে দ্বিগুণ বেতনের প্রস্তাব মেসিকে
তাহলে পিএসজি ছাড়ছেন মেসি?

ফরাসি ক্লাব পিএসজিতে সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। মাঠে সতীর্থদের কাছ থেকে তেমন সহযোগিতা না পাওয়ায় গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জ্বলে উঠতে পারছেন না সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী এই মহাতারকা। প্রতিনিয়ত শুনতে হচ্ছে পিএসজির সমর্থকদের দুয়োও। তাই চলতি মৌসুম শেষেই পিএসজির ছাড়তে পারেন মেসি- এমন গুঞ্জনই রয়েছে।

পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন। বার্সেলোনা চেষ্টা করছে ঘরের ছেলেকে ফিরিয়ে নিতে। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিও নাকি আগ্রহী মেসির প্রতি। আর সৌদি আরবের আল হিলালের আগ্রহী হয়ে ওঠার খবর কদিন আগেও স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটি এখন আর গুঞ্জন নয়। ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো বুধবার টুইটে জানিয়েছেন, আর্জেন্টাইন অধিনায়ককে পেতে ৪০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকারও বেশি।

মেসি এই প্রস্তাবে রাজি হয়ে গেলে এটাই হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের চুক্তি। শুধু তাই নয়, আবারও একই লিগে দেখা যাবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কারণ বিশ্বকাপের পরপরই সৌদি আরবের আরেক ক্লাব আল নাসরে ২০ কোটি ইউরোতে যোগ দিয়েছেন রোনালদো। মেসি যদি আল হিলালের চুক্তিতে রাজি হয়ে যান, তাহলে রোনালদোর দ্বিগুণ বেতন পাবেন তিনি।

শুধু রোমানো নয়, সৌদির সংবাদমাধ্যম ‘সৌদি গেজেট’ ও ‘ওকাজ’ও আল-হিলালের এই প্রস্তাব পাঠানোর খবরটি নিশ্চিত করেছে। আর এই প্রস্তাব সম্ভবত মেসি ও তার প্রতিনিধি দলের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’। ভবিষ্যৎ গন্তব্যের বিষয়ে মেসি অবশ্য এখনো সিদ্ধান্ত নেননি। আগামী মৌসুমে মেসি কোথায় খেলবেন সেটি জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত