বিসিবির টাকা পেলেন সাবিনারা

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে গেল বছর বাংলাদেশ নারী ফুটবলাররা দেশের জন্য বয়ে এনেছিলেন বড় সম্মান, সাফ চ্যাম্পিয়ন। এরপর তাদের বিভিন্ন জায়গা থেকে অর্থ পুরস্কার দেয়ার প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নারী দলকে ৫০ লাখ টাকা দিতে চেয়েছিল। যদিও পুরস্কারের এই টাকা নিয়ে সম্প্রতি ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন দেশের দুই শীর্ষ ক্রীড়া সংস্থা বিসিবি ও বাফুফে। প্রায় ৬ মাস পর গতকাল পুরস্কারের সেই টাকা সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানীদের তুলে দিয়েছে বিসিবি, তাদের সঙ্গে রয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন ও বাফুফের মিডিয়া ম্যানেজার নওমি। টাকার অভাবে এবার অলিম্পিক বাছাই পর্ব খেলতে যেতে পারেনি সাফজয়ী মেয়েরা। বাফুফে সভাপতির টাকার বিষয় না জানা নিয়ে বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাফুফে সভাপতির সেই না জানার কথাকে মিথ্যা দাবি করে সাংবাদিকদের বলেন, ‘মিথ্যা কথা, ওরা নেয় না। বারবার বলা হচ্ছে। সুজনের (বিসিবি সিইও) সঙ্গে কথা বলেন, বলতে পারবে। আমাদের অক্টোবর মাসে চেক সই করা। ক’দিন আগেও ওদের ফোন দেয়া হয়েছে, যে আসেন নেন ভাই। ওরা নিতে আসে না। বাফুফেকে দেব না মেয়েদের দেব।