ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

র‌্যালি-খেলায় ক্রীড়া দিবস পালিত

র‌্যালি-খেলায় ক্রীড়া দিবস পালিত

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রস্তাবে ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়ে আসছে, বাংলাদেশে পালিত হচ্ছে ২০১৭ সাল থেকে, জাতীয় ক্রীড়া দিবসও এদিন। ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন’ শিরোনামে বাংলাদেশে গতকাল পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিবসকে সামনে রেখে গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে একটি র‌্যালি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে শুরু করে হাইকোর্ট, শিক্ষা ভবন হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়। র‌্যালির শুরুতে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরেকটি র‌্যালি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবন থেকে বিভিন্ন সড়ক ঘুরে বিওএ ভবনে শেষ। র‌্যালীতে বিওএ উপমহাসচিব আশিকুর রহমান মিকু ও মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম সামছ এ খান উপস্থিত ছিলেন। অলিম্পিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বাফুফেতে প্রদর্শনী ম্যাচে অংশ নেয় এলিট একাডেমির খেলোয়াড়েরা। বক্সিং ফেডারেশন র‌্যালি ছাড়াও প্রদর্শনী বক্সিং ফাইট ও আলোচনা সভা করে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ, অ্যাথলেটিক্স ফেডারেশন, তায়কোয়ান্দো, টেবিল টেনিস, উশু, খো খো, জুডো, কাবাডি, ভারোত্তোলন, আরচারি, সাইক্লিং, রাগবি, হ্যান্ডবল ফেডারেশন ও বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও আসোসিয়েশন র‌্যালিতে অংশ নেয়।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত