ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রশিদের হাসি থামালেন রিঙ্কু

রশিদের হাসি থামালেন রিঙ্কু

প্রথম ৩ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য। সেই রশিদ খান কোটার শেষ ওভারে এসে প্রথম তিন বলে তুলে নিলেন কলকাতা নাইট রাইডার্সের ৩ উইকেট! টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি হ্যাটট্রিক করে তিনি ছাড়িয়ে গেলেন সবাইকে, আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি, চলতি আসরে প্রথম হ্যাটট্রিক এটি। টি-টোয়েন্টিতে ক্রিকেটে প্রথম বোলার হিসেবে চারটি হ্যাটট্রিক করলেন রশিদ। তিনটি করে হ্যাটট্রিক আছে অ্যান্ডু টাই, মোহাম্মদ শামি, অমিত মিশ্র, আন্দ্রে রাসেল ও ইমরান তাহিরের। রশিদের আগের তিন হ্যাটট্রিকের একটি আফগানিস্তান জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও বিগ ব্যাশে আছে একটি করে। শেষ পর্যন্ত তার এই হাঁসি কেড়ে নিয়েছেন কলকাতার রিংকু সিং, শেষ ৫ বলে ৫ ছক্কায় ২৮ রানের সমীকরণ মিলিয়ে কলকাতাকে জয় এনে দেন তিনি। রোমাঞ্চের ভেলায় চেপে ৩ উইকেটে জিতেছে কলকাতা, গুজরাটের ২০৪ রান শেষ বলে পেরিয়ে গেছে দলটি।

রশিদ খানের হ্যাটট্রিকে ম্যাচ ঘুরে গিয়েছিল গুজরাট টাইটান্সের দিকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের বন্দরে যেতে কলকাতার প্রয়োজন ছিল অভাবনীয় কিছু। সেটাই উপহার দিলেন রিংকু সিং। দুই ওভার মিলিয়ে শেষ ৮ বলে কলকাতার প্রয়োজন ছিল ৩৯ রান। বিস্ময়ের স্রোতে ভাসিয়ে ৭ বলে রিঙ্কু নেন ৪০ রান! শেষের অভাবনীয় ঝড়ের শুরু জশ লিটলের বলে ছক্কা ও চার মেরে। তখনও কলকাতার প্রয়োজন ৬ বলে ২৯। ইয়াশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। পরের পাঁচ বল যেন বোলার ও গুজরাটের জন্য দুঃস্বপ্ন। টানা তিনটি ফুলটস বল ছক্কায় ওড়ান রিঙ্কু। পরের দুটি বল টেনে লং অফ দিয়ে উড়িয়ে সীমানার বাইরে পাঠান উত্তর প্রদেশের ২৫ বছর বয়সি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এক সময়ে তার রান ছিল ১৪ বলে। শেষ পর্যন্ত ৬ ছক্কা ও ১ চারে ২১ বলে অপরাজিত থাকেন ৪৮ রানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত