ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দশ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ঊষা

দশ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ঊষা

সাত বছর প্রিমিয়ার হকি লিগে ফেরা নিশ্চিত হয়েছিল আগের ম্যাচেই। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ১১-১ গোলে হারিয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে টানা ১০ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঊষা ক্রীড়া চক্র। ঊষার জয়ে বড় অবদান হাবিব হোসেনের। ডাবল হ্যাটট্রিক করেছেন। ১০ খেলায় ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ঊষা। ১০ খেলায় এক জয়, দুই ড্র এবং ৯ হারে ওয়ান্ডারার্সের সংগ্রহ ৫ পয়েন্ট। ওয়ান্ডারার্স পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থেকে লিগ শেষ করেছে। লিগে সর্বোচ্চ গোল করার কীর্তিও গড়েছেন তিনি। এবারের লিগে ১০ ম্যাচে ১৯টি গোল করেছেন। ঊষার বিপক্ষে কোনও প্রতিরোধই গড়তে পারেনি ওয়ান্ডারার্স। ম্যাচের তৃতীয় মিনিটে হোজাইফার গোলে এগিয়ে যায় ঊষা। এরপর নিজের স্ট্রিকের জাদু দেখাতে শুরু করেন হাবিব। খেলার পঞ্চম, সপ্তম ও ১৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেছেন। ২২ মিনিটে মারজান করেন পঞ্চম গোল। খেলার ৩১ মিনিটে হাবিব আবারো গোল করেছেন। ততক্ষণে ওয়ান্ডারার্সের বিপক্ষে ঊষার স্কোরলাইন দাঁড়ায় ৬-০। এরপর খেলার ৫৪ ও ৫৯ মিনিটে হাবিব আরো দুটি গোল করে ম্যাচে নিজের ডাবল হ্যাটট্রিক পূরণ করেছেন। মাঝে ইজাজ, সাজ্জাদ ও হাসান রিজভী ঊষার হয়ে একটি করে গোল করেছেন। ওয়ান্ডারার্সের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন অধিনায়ক সৈয়দ ইকবাল নাদির প্রিন্স।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত