ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাফুফের প্রতি ক্ষোভ ক্রীড়াপ্রতিমন্ত্রীর

বাফুফের প্রতি ক্ষোভ ক্রীড়াপ্রতিমন্ত্রীর

টাকার অভাবে সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ২০২৪ অলিম্পিক বাছাই পর্বে পাঠাতে পারেনি বাফুফে! এ ঘটনা নিয়ে কিছুদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে তোলপাড় চলছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিবৃতিতে বলেছিলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিকট পজিটিভ ফিডব্যাক না পাওয়ায় বাফুফের সিদ্ধান্ত হচ্ছে, বাংলাদেশ নারী ফুটবল দল অলিম্পিক বাছাইয়ে অংশগ্রহণ করছে না।’ তার এই বক্তব্যের কঠোর জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল রোববার নিজ কার্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘কারো দোষ বা ভুল যদি অন্য কারো কাঁধে চাপিয়ে দেয়ার ইচ্ছা থাকে তবে অনেকভাবে দেয়া যায়। সেটা এই নারী ফুটবল দলের ক্ষেত্রে দেখতে পেলাম। যারা আমাদের জন্য এত বড় অর্জন এনে দিয়েছে, সাফ জিতে দেশকে সম্মানিত করেছে তারা অলিম্পিক বাছাইয়ে অংশ নিতে পারবে না, এর চেয়ে বড় কষ্টের আর কিছু হতে পারে না। আমরা দেখলাম বাফুফের সভাপতি, সহ-সভাপতি বা নির্বাচিত কেউ কথা বলেনি। সেখানে একজন বেতনভুক্ত সম্পাদক সরকারকে দোষারোপ করে বক্তব্য দিয়েছে যে, সরকার এই টাকা না দেওয়ায় দল পাঠাতে পারেনি!’ ক্রীড়া প্রতিমন্ত্রী যোগ করেন, ‘একটা কথা হচ্ছে, সরকারের কিছু সিস্টেম আছে। টাকা চাইলে হাতে কিছু সময় দিতে হয়। আমাদের কাছে কোনো ফেডারেশন টাকা চাইলে আমাদের সেটা অর্থ মন্ত্রাণলয়ে পাঠাতে হয়। আমাদের থেকেও যদি টাকা দিতে চাই সেটাও আবার অর্থ মন্ত্রাণলয়ের অনুমতি নিতে হয়। কিন্তু আমাদের কোনো সময়ই দেয়া হয়নি। যেখানে আমরা ২৭ মার্চ চিঠি পেয়ে কাজ শুরু করেছি। অর্থ মন্ত্রাণলয়ে চিঠি দিয়েছি তাদের আর্থিক বরাদ্দ দেয়ার জন্য; কিন্তু আমাদের সময়ই দেয়া হলো না। ২৯ মার্চ বাফুফে সংবাদ সম্মেলন করে জানাল, যুব ও ক্রীড়া মন্ত্রাণলয় টাকা দিতে পারবে না! এক দিন পরেই তারা কিভাবে এ রকম বক্তব্য দেয় এবং দোষারোপ করে কথা বললেন! এ ধরনের কথা বলা ধৃষ্টতাপূর্ণ বিষয়।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত