ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

আবাহনীকে থামাল শেখ জামাল

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরের শুরু থেকে রানের জোয়ার বইয়ে দেয়া এনামুল হক ব্যর্থ হলেন পরপর দুই ম্যাচে। নাঈম শেখ (৫৮) ও জাকের আলি অনিক (৭৯) দলের হাল ধরলেও হতাশ করলেন পরের ব্যাটসম্যানরা। ফলে বড় হলো না আবাহনীর স্কোর। তাওহিদ হৃদয় (৭২) ও ম্যাচসেরা তাইবুর রহমানের (৬৩) দারুণ ফিফটিতে যা সহজেই টপকে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে শুরু থেকে টানা ৮ জয়ে রীতিমতো উড়ছিল আবাহনী। মিরপুর স্টেডিয়ামে গতকাল নবম রাউন্ডের ম্যাচে তাদের ৪ উইকেটে হারাল শেখ জামাল। ২৫১ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ৯ ম্যাচে দুই দলেরই জয় সমান ৮টি করে। নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে আবাহনী।

বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ। ১২৯ রানের ছোট লক্ষ্য ১৫২ বল আগেই ছুঁয়ে ফেলেছে তারা। ৯ ম্যাচে রূপগঞ্জের এটি সপ্তম জয়। ১৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে তারা। সমান ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংকের অবস্থান চতুর্থ। জিতলেই নিশ্চিত হবে সুপার লিগের টিকেট- এমন সমীকরণের ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে পাত্তাই পেল না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। অনায়াস জয়ে আবাহনী ও শেখ জামালের পর শিরোপার লড়াইয়ে নাম লেখাল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রূপগঞ্জ।

বিকেএসপির ৪ নম্বর মাঠে দুই ব্যাটসম্যান সেঞ্চুরির কাছে গিয়ে আক্ষেপে পুড়লেও জয় পেতে সমস্যা হয়নি তাদের দল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে তারা। ২৪৯ রানের সংগ্রহ ২৩ বল আগেই ছুঁয়ে ফেলেছে দলটি। জয়ের জন্য বাকি ৮ রান, সেঞ্চুরি ছুঁতে মার্শাল আইয়ুবের দরকার ৫। শামিম হোসেনের ওয়াইড বল খেলতে গিয়ে মার্শাল ভারসাম্য হারালে দ্রুত স্টাম্প ভেঙে দেন ইমরানুজ্জামান। আউটের সিদ্ধান্ত জানাতে সময় নেননি স্কয়ার লেগের আম্পায়ার। সেঞ্চুরি হাতছাড়া হয় মার্শালের। এর আগে তার সঙ্গেই ভুল বোঝাবুঝিতে ৯৩ রানে রান আউট হন সাদমান ইসলাম। ৯ ম্যাচে অগ্রণী ব্যাংকের তৃতীয় জয় এটি। ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দশম। সমান ম্যাচে রূপগঞ্জ টাইগার্সও জিতেছে তিনটি। তবে একটি পরিত্যক্ত ম্যাচের সৌজন্যে ৭ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ছয় নম্বরে।