ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেডারেশন কাপ

আবাহনী না শেখ জামাল?

আবাহনী না শেখ জামাল?

২০১০ সালে ঘরোয়া ফুটবলে আবির্ভাব মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর কাছে ৫-২ গোলে হেরেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এরপরের পাঁচ বছরে এ দুই দলের ম্যাচ রূপ নেয় ‘ধানমন্ডি’ ডার্বিতে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ আরেকটি ধানমন্ডি ডার্বিতে মুখোমুখি হচ্ছে আবাহনী-শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল, তাই দুই দলের জন্যই ডু’অর ডাই ম্যাচ।

চলতি মৌসুমে ধানমন্ডির দুই জায়ান্টের তৃতীয়বারের মতো দেখা হতে যাচ্ছে। আগের দুই দেখাতেই জয় নিয়ে মাঠ ছেড়েছিল আবাহনী। স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে গোপালগঞ্জেই আবাহনীর কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল শেখ জামালকে। এরপর প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় দেখা গোপালগঞ্জেই, ব্যবধানও একই আবাহনী-২, শেখ জামাল-১। অথচ গোপালগঞ্জ শেখ জামালের হোম ভেন্যু। ঘরের মাঠে আবাহনীকে হারিয়ে প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ পাচ্ছে হলুদ জার্সিধারীরা। যদিও চলতি মৌসুমে পরিসংখ্যান এগিয়ে রাখছে আবাহনীকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত