ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

লিন্টট ম্যাজিকে মোহামেডানের রক্ষা

লিন্টট ম্যাজিকে মোহামেডানের রক্ষা

ফাইফার নেয়া মোহামেডানের জ্যাক লিন্টটকে লং অনে উড়িয়ে মেরেছিলেন ব্রাদার্সের মোহর শেখ। সেখানে থাকা সৌম্য সরকার ক্যাচ নিতে পারেননি। মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন লিন্টট, হা-হুতাশ প্রকাশ করছেন উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে থাকা সৌম্য যখন ক্যাচ মিস করেন তখন জয়ের জন্য মোহামেডানের প্রয়োজন ছিল ১ উইকেট, প্রতিপক্ষ ব্রাদার্সের ০ রান। ক্যাচ নিতে পারলে তখনই শেষ হতো খেলা। শেষ পর্যন্ত মোহামেডানের ত্রাতা হয়ে আসেন মেহেদি হাসান মিরাজ। শেষ উইকেট তুলে নিয়ে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৫.৪ ওভারে মাত্র ১৯০ রানে অলআউট হয় মোহামেডান। রান তাড়া করতে নেমে ৪৭.১ ওভারে ১৮০ রানে অলআউট ব্রাদার্স। ১০ রানের জয়ে নিয়ে মাঠ ছাড়ে সাদাকালো ক্লাবটি। ৯ রাউন্ডে চার জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসে মোহামেডান। এ ম্যাচ হারলে সুপার লিগে ওঠা নিয়ে থাকতো সংশয়। ২০০-এর নিচে রান করেও মোহামেডানের জয়ের নায়ক লিন্টট। এই ইংলিশ অলরাউন্ডার ১০ ওভারে ৩৭ রান দিয়ে নেন ৫ উইকেট। লিস্ট ‘এ’তে লিন্টটের এটি ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া সাকিব আল হাসান ২টি, মিরাজ, নাজমুল অপু ও মুশফিক হাসান ১টি করে উইকেট নেন।

বিকেএসপিতে দুই পেসার সুমন খান ও কাজী অনিক দিনের শুরুটা ভালো করে দেন। পরবর্তী বোলাররা রাখেন সেই ধারাবাহিকতা। তাতে সিটি ক্লাবের রান বড় হতে দেয়নি গাজী গ্রুপ ক্রিকেটার্স। ২১৪ রানে থেমে যায় তাদের ইনিংস। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মেহেদী মারুফ ও আকবর আলী পেয়েছেন ফিফটির স্বাদ। তাতে লক্ষ্য সহজ হয়ে যায় গাজী গ্রুপের জন্য। ১৮ বল আগে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয়ে যায় তাদের। লিগে নবম ম্যাচে এটি গাজী গ্রুপের চতুর্থ জয়। চারটি ম্যাচ হেরেছে তারা। এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটি। সিটি ক্লাবের নবম ম্যাচে ষষ্ঠ হার। তিনটি ম্যাচ জিতেছে তারা।

প্রথমবার খেলছে ঢাকা লেপার্ডস। কিন্তু প্রথম বিভাগ থেকে উঠে আসা দলটি জিততেই ভুলে গিয়েছিল। অবশেষে মঙ্গলবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঢাকা লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত