শিরোপা ভাবনা জাভির

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

পরপর দুই ম্যাচে একই দৃশ্য, ম্যাচের দশম মিনিটে ক্যাম্প ন্যুয়ে ফিরে এলেন লিওনেল মেসি। সশরীরে নয়। গ্যালারিতে তার নামে শোনা গেল স্লোগান ও গান। উদ্দেশ্য পরিষ্কার, প্রিয় তারকাকে আবার এই ক্লাবে দেখতে চান বার্সেলোনার সমর্থেকরা। মেসির নামে রোমাঞ্চ জাগছে জাভি হার্নান্দেসের মনেও। তবে কোনো কিছু খোলাসা না করে বার্সেলোনা কোচ বললেন, আপাতত তার ভাবনায় কেবলই লা লিগার শিরোপা।

পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে চলতি মৌসুমেই। নতুন চুক্তি নিয়ে বাতাসে ভাসছে নানা গুঞ্জন। তার বার্সেলোনায় ফেরা নিয়েও আছে জোর আলোচনা। সেই সম্ভাবনার শিহরণ ছুঁয়ে যাচ্ছে বার্সেলোনার সমর্থকদেরও। লা লিগায় সোমবার জিরোনার বিপক্ষে বার্সেলোনার ম্যাচে দশম মিনিটে গ্যালারিতে রব ওঠে মেসির নামে। ক’দিন আগে কোপা দেল রের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও দশম মিনিটে ছিল একই চিত্র।

দশম মিনিটকে বেছে নেয়ার কারণটা বুঝতে সমস্যার হওয়ার কথা নয়। বার্সেলোনার ১০ নম্বর জার্সি ও মেসি তো প্রায় সমার্থক। জিরোনার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এই প্রসঙ্গ উঠে এলো। উত্তেজনা জিইয়ে রেখেই বার্সেলোনা কোচ বললেন, আপাতত তার ভাবনায় শুধুই লিগের ট্রফি জয়, ‘লিওর (মেসি) নামটি অবশ্যই রোমাঞ্চ জাগায়। গত দুই ম্যাচ ধরেই তারা লিওর নামে গান ধরছে, তবে দেখা যাক, এটি (মেসির ফেরা) হয় কি না। আপাতত আমাদের মনোযোগ দিতে হবে মৌসুমের বাকিটায়, শেষ কাজটুকু যেন ঠিকঠাক করতে পারি। এখনই আমরা লিগ জিতে যাইনি।’

জিরোনার বিপক্ষে ম্যাচে অবশ্য প্রত্যাশিত ফল পাননি জাভির দল, ঘরের মাঠে জিরোনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। তবে এই এক পয়েন্টে শিরোপার দিকে এগিয়েছে তারা আরেকধাপ। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে এখন ১৩ পয়েন্টে। ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট না পাওয়ার হতাশা আছে জাভির। তবে ফুটবলারদের চেষ্টায় কোনো কমতি দেখেননি তিনি, ‘ম্যাচটি কঠিন ছিল। জিরোনা খুব ভালো খেলেছে। হাই প্রেসিংয়ে আমরাও ভালো করেছি, তবে আবারও গোল করতে পারিনি। ব্যাপারটি হতাশার, কারণ আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে থাকতে চেয়েছিলাম। তবে এটাই ফুটবল। আমরা এখন লিগের পয়েন্ট তালিকায় যে জায়গায় আছি, এটাকেও মূল্যায়ন করতে হবে। গোল করার দায়িত্ব গোটা দলের। ভালো একটি ম্যাচ খেলেছি আমরা, স্রেফ গোলটাই করতে পারিনি। আমরা সম্ভব সবকিছুই চেষ্টা করেছি, তবে আজকে সম্ভব হয়নি।’