ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাফের প্রস্তুতি নিয়ে ভাবনা

২১ জুন থেকে ৪ জুলাই ব্যাঙ্গালুরুতে হবে সাফ চ্যাম্পিয়নশিপ
সাফের প্রস্তুতি নিয়ে ভাবনা

সৌদি আরবে ক্যাম্প করে এসে সিলেটে ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সিশেলসের বিপক্ষে সিরিজ জিততে ব্যর্থ বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে ১-০ গোলে জিতলেও পরেরটিতে হেরেছে একই ব্যবধানে। জাতীয় দলের পারফরম্যান্স নেই, দেশের ফুটবল নিয়ে সমালোচনা চলছে। নানা বিতর্ক জন্ম দিয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন যাদের দায়িত্ব দিয়েছেন তাদের কাছ থেকে ব্যর্থতার জবাব নেন না, নিয়মিত মনিটরিং করেন না। এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও এখন গণমাধ্যমের সঙ্গে আগ্রহ নিয়ে কথা বলেন না। জাতীয় দল কমিটির সবশেষ দু’দিন আগের সভার মূল আলোচনা ছিল সাফ চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে, ২১ জুন থেকে ৪ জুলাই হবে ভারতের ব্যাঙ্গালুরুতে। ৮ দেশ নিয়ে এবার সাফ চ্যাম্পিয়নশিপের বড় আসর। এরপর ৪ থেকে ১২ সেপ্টেম্বর এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব ও ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হবে এশিয়ান গেমস, রয়েছে বিশ্বকাপের বাছাইপর্বও। কাজী নাবিল বলেছেন, ‘সেপ্টেম্বর-অক্টোবরে আরো একটি উইন্ডো রয়েছে। অলিম্পিক, ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব ও এশিয়ান কাপের বাছাইপর্ব রয়েছে। এর মধ্যে দুটি ক্লাব এএফসি কাপে খেলবে। যেসব আলোচনা হয়েছে তা নিয়ে ঈদের পর আমরা আবার বসব। তখন সিদ্ধান্ত দিতে পারব।’

জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৪ জুন। আবারও সৌদি আরবে ক্যাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা হতে পারে কাতারে-জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এছাড়া বাফুফের ভাবনায় কুমিল্লা, বুসন্ধরা কিংসের মাঠও রয়েছে। অনুশীলন যেখানেই হোক সাফে কতদূর কি করতে পারবে তা নিয়েও খুব একটা আশার কথা শোনাতে পারছেন না স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত